গুয়াহাটি, 2 অক্টোবর: অসমের গুয়াহাটি স্টেডিয়ামে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-20 ম্যাচ । সাত ওভারে খেলা গড়ানোর পরেই বিপত্তি । মাঠে হঠাৎই ঢুকে পড়ে একটি সাপ (Snake stops play) । ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ । শেষপর্যন্ত মাঠকর্মীরা সাপটিকে ধরে ফেললে ফের ম্যাচ শুরু হয় (Snake stops play as India vs South Africa match interrupted by uninvited guest) ।
রবিবার বর্ষাপাড়া স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তেম্বা বাভুমা । ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতের দুই ওপেনার । কেএল রাহুল-রোহিত শর্মার দাপটে শুরু থেকেই জেটগতি রান তুলতে থাকে ভারত । এদিন রোহিতের 37 বলে 43 রানের ইনিংস সাজানো 7টি চার এবং 1টি ছয়ে । পাশাপাশি মাত্র 28 বলে 57 রানের ঝোড়ো ইনিংস খেললেন কেএল রাহুল ।