কটক, 12 জুন : কটকের বারাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামছে ভারত ৷ প্রথম ম্যাচে জঘন্য বোলিং পারফর্ম্যান্সের কারণে হারের পর, আজ ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল এবং যুজবেন্দ্র চহালদের উপরে নজর থাকবে বেশি করে ৷ আরও বেশি করে নজরে থাকবেন গত ম্যাচে অধিনায়ক হিসাবে অভিষেক করা ঋষভ পন্থ ৷ সেই সঙ্গে ডেভিড মিলার এবং ভ্যান ডার ডুসেনদের আটকাতে কী পরিকল্পনা নেন কোচ রাহুল দ্রাবিড়, সেদিকেও নজর থাকবে (India vs South Africa 2nd t20 Match Preview) ৷
দিল্লিতে প্রথম টি-20 ম্যাচে টস হেরে ব্যাটিং করতে হয়েছিল ভারতকে ৷ অসমান বাউন্সে ভরা কোটলার পিচে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিলেন ৷ ফলে 211 রানের বিশাল টার্গেট প্রোটিয়াদের সামনে রেখেছিল ভারত ৷ দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিষান পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়েছিলেন ৷ এমনকী আইপিএল-এ ফর্মে হাতড়ে বেড়ানো ঈশান ঝকঝকে 76 রানের ইনিংস খেলেন ৷ পাশাপাশি, শ্রেয়স আইয়ারের 33 রানের ইনিংস মাঝের ওভারে ভারতের রান রেট দশের উপরে রাখতে সাহায্য করেছিল ৷ শেষে অধিনায়ক ঋষভ এবং ভারতীয় দলে কামব্যাক করেই সহ-অধিনায়ক হওয়া হার্দিক পান্ডিয়াও নিজেদের আইপিএল-এর ফর্ম বজায় রেখেছেন ৷ ফলে ব্যাটিং বিভাগ নিয়ে টিম ম্যানেজমেন্ট খুব একটা চিন্তিত নন ৷
তবে, ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বোলিং বিভাগ ৷ প্রথম ম্যাচে যেভাবে ভারতীয় বোলারা লাইন-লেন্থ মিস করেছে, তা চিন্তায় রাখবে বোলিং কোচ পরশ মামব্রেকে ৷ বোলারদের কী পরামর্শ দেন এই মুম্বইকর সেটাই এখন দেখার ৷ বিশেষ করে ভারতের হয়ে দ্বিতীয় সিরিজ খেলা আবেশ খান আইপিএল-এ সফল হলেও, জাতীয় দলের জার্সিতে এখনও নজর কাড়তে ব্যর্থ ৷ সেই সঙ্গে কুলদীপ চোটের কারণে ছিটকে যাওয়ায়, স্পিন বিভাগে বাড়তি দায়িত্ব পড়েছে যুজবেন্দ্র চহালের উপরে ৷ কিন্তু তিনিও দিল্লির ম্যাচে ছন্দে ছিলেন না ৷ মাত্র 2.1 ওভার বল করে 26 রান দিয়েছিলেন ৷ স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল 1 উইকেট নিলেও 4 ওভারে 40 রান দিয়েছিলেন ৷ পাওয়ার প্লে-তে হার্দিককে 1 ওভার করিয়েছিলেন ঋষভ ৷ সেই ওভারে 18 রান দেন হার্দিক ৷ এরপর ডেপুটিকে আর বল দেননি পন্থ ৷ দলের অভিজ্ঞ দুই বোলার ভুবনেশ্বর এবং হর্ষলও রান আটকাতে ব্যর্থ ৷
আরও পড়ুন :India vs South Africa : টানা 13টি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড অধরা ভারতের
বারাবাটির পিচ সাধারণত পাটা অর্থাৎ, ব্যাটিং সহায়ক হয় ৷ বাউন্ডারিও বেশি বড় নয় ৷ ফলে এই ম্যাচেও বড় রান হওয়ার সম্ভাবনা প্রবল ৷ তবে, যেহেতু বেশ কয়েক বছর পর বারাবাটিতে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে, ফলে পিচের চরিত্র নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না ৷ তবে যতদূর জানা গিয়েছে, পিচের চরিত্র বদলের সম্ভাবনা কম ৷ রাতের দিকে শিশিরও পড়তে পারে ৷ ফলে দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলের ক্ষেত্রে কাজটা সহজ হবে না ৷ সেক্ষেত্রে টস জিতলে আগে বোলিং করতে চাইবেন 'মেন ইন ব্লু'-এর নতুন দলনেতা ৷