পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SA 1st ODI : প্রোটিয়াদের বিরুদ্ধে 'বিরাট' চ্যালেঞ্জ রাহুলের - ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ

বিরাট-সহ টিমকে নেতৃত্ব দেওয়ার কঠিন চ্যালেঞ্জ রাহুলের সামনে (IND vs SA 1st ODI) ৷ এদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে নেতৃত্বমুক্ত কোহলিকে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ৷ সাত বছর পর শুধুমাত্র ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামছেন কোহলি ৷

IND vs SA 1st OD
ওয়ান ডে সিরিজ

By

Published : Jan 19, 2022, 10:16 AM IST

পার্ল, 19 জানুয়ারি : টিম ইন্ডিয়ার নেতা হিসেবে প্রাক্তন হয়েছেন ৷ এবার থেকে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নামবেন বিরাট কোহলি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল ঘোষণার আগেই নেতা কোহলির পত্রপাঠ গুটিয়ে ফেলেছিলেন নির্বাচকরা ৷ রেনবো নেশনে টেস্ট সিরিজ হারের পর নিজেই ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের নেতৃত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বিরাট ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে (IND vs SA 1st ODI) ফের ব্যাটার বিরাটকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন আপামর ক্রিকেটপ্রেমী ৷

গত নভেম্বরে বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার টি-20 ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি ৷ আর প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিরাটকে ছেঁটে ফেলে রোহিত শর্মার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন নির্বাচকরা ৷ কিন্তু চোটের কারণে টেস্টের পর ওয়ান ডে সিরিজ থেকেও ছিটকে যান রোহিত ৷ ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিতের ডেপুটি লোকেশ রাহুল ৷ স্বাভাবিকভাবেই রাহুলের নেতৃত্বে খেলতে নামবেন কোহলি (post captain virat kohli era to begin in Boland Park) ৷ সুতরাং বিরাট-সহ টিমকে নেতৃত্ব দেওয়াও রাহুলের সামনে কঠিন চ্যালেঞ্জ ৷ সিরিজে রাহুলের ডেপুটির দায়িত্ব পালন করবেন জসপ্রীত বুমরা ৷ বুধবার পার্লের বোল্যান্ড পার্কে তিন ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ৷

তিন টেস্ট সিরিজ হেরে ওয়ান ডে সিরিজে নামছে টিম ইন্ডিয়া ৷ তবে ওয়ান ডে সিরিজে মাঠে নামার আগে রাহুলের 'বিরাট' আত্মবিশ্বাসের কারণ নেতৃত্বমুক্ত কোহলিকে পাওয়া এবং রেনবো নেশনে শেষবার ওয়ান ডে সিরিজে প্রোটিয়াদের দুরমুশ করা ৷ 2017 -18 সালে কোহলির নেতৃত্বে 6 ম্যাচের ওয়ান ডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে 5-1 পর্যুদস্ত করেছিল ভারত ৷ তারপর 2019-20 সালে দক্ষিণ আফ্রিকা ভারত সফরে এলেও কোভিডের কারণে ওয়ান ডে সিরিজ বাতিল হয়ে যায় ৷ এবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে তেম্বা বাভুমার প্রোটিয়াবাহিনী ৷ তবে ওয়ার্কলোডের কারণে সিরিজ শুরুর 24 ঘণ্টা আগে দলের এক নম্বর তারকা পেসার কাগিসো রাবাদাকে বিশ্রাম দিয়েছে প্রোটিয়া থিঙ্কট্যাঙ্ক ৷

আরও পড়ুন : Jasprit Bumrah On Captaincy : সুযোগ এলে অধিনায়কত্বে 'না' নেই বুমরার

গত সাত বছরে প্রথমবার শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে দেখা যাবে বিরাটকে ৷ 2023 ওয়ান ডে বিশ্বকাপের কথা ভেবে এখন থেকেই টিম কম্বিনেশনের উপর জোর দিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এটাই প্রথম ওয়ান ডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া ৷ দুই রাহুল জুটিতে রেনবো নেশনে মাঠে নামছে টিম ইন্ডিয়া ৷ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন রাহল বলেন, 'আমরা দল হিসেবে মাঠে নামতে চাই ৷ যে বিষয়গুলিতে আমাদের উন্নতি করতে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে ৷ আমরা প্রত্যেকেই দায়বদ্ধ ৷ বিশ্বকাপের কথা মাথায় রেখে আমাদের উন্নতি করতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details