জোহানেসবার্গ, 17 ডিসেম্বর: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ঠিক 29 দিনের মাথায় ফের ওয়ান-ডে ক্রিকেটে মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ মোতেরায় বিশ্বকাপ ফাইনালের একাদশের মাত্র তিন জন ক্রিকেটারকে রেখে রবিবার ম্যান্ডেলার দেশে ওয়ান ডে সিরিজে অভিযান শুরু করল ভারত ৷ তবে আনকোরা দল নিয়ে অধিনায়ক কান্নুর লোকেশ রাহুলের প্রোটিয়া সফরের শুরুটা খারাপ হল না ৷ বরং, তরুণ ভারতীয় পেসারদের দাপটে প্রথমে ব্যাট করে কোনওক্রমে একশো রান তুলল প্রোটিয়া বাহিনী ৷ 5টি উইকেট নিলেন আর্শদীপ সিং । আবেশ খানের ঝুলিতে এল 4টি উইকেট ৷ 27.3 ওভারে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল রানে 116 রানে ৷
সূর্যকুমার যাদবের নেতৃত্বে কুড়ি-বিশের সিরিজ ড্র করার পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে এদিন টসভাগ্য সঙ্গ দেয়নি ভারত অধিনায়ক রাহুলকে ৷ তবে টসে হারের প্রভাব কোনওভাবেই পড়তে দেননি ভারতীয় বোলাররা ৷ দ্বিতীয় ওভারে এসেই জোড়া উইকেট তুলে নেন আর্শদীপ ৷ রেজা হেনড্রিকস এবং ভ্যান ডার ডুসেনকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান বাঁ-হাতি পেসার ৷ তৃতীয় উইকেট টনি জর্জি এবং অধিনায়ক এইডেন মার্করাম সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি ৷ ব্যক্তিগত 28 রানে ফেরেন জর্জি ৷