পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জো'বার্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়, আর্শ-আবেশ জোড়া ফলায় 116 রানে শেষ প্রোটিয়ারা - আর্শদীপ সিং

SA vs IND 1st ODI: তরুণ ভারতীয় পেসারদের দাপটে ওয়ান্ডারার্সে প্রোটিয়া বাহিনীর ব্যাটিং বিপর্যয় ৷ 5টি উইকেট নিলেন আর্শদীপ সিং । আবেশ খানের ঝুলিতে এল 4টি ৷ কোনওক্রমে একশো পার করল দক্ষিণ আফ্রিকা ৷

SA vs IND 1st ODI
দুরন্ত বোলিং আর্শদীপের

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 4:04 PM IST

Updated : Dec 17, 2023, 5:01 PM IST

জোহানেসবার্গ, 17 ডিসেম্বর: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ঠিক 29 দিনের মাথায় ফের ওয়ান-ডে ক্রিকেটে মাঠে নামল টিম ইন্ডিয়া ৷ মোতেরায় বিশ্বকাপ ফাইনালের একাদশের মাত্র তিন জন ক্রিকেটারকে রেখে রবিবার ম্যান্ডেলার দেশে ওয়ান ডে সিরিজে অভিযান শুরু করল ভারত ৷ তবে আনকোরা দল নিয়ে অধিনায়ক কান্নুর লোকেশ রাহুলের প্রোটিয়া সফরের শুরুটা খারাপ হল না ৷ বরং, তরুণ ভারতীয় পেসারদের দাপটে প্রথমে ব্যাট করে কোনওক্রমে একশো রান তুলল প্রোটিয়া বাহিনী ৷ 5টি উইকেট নিলেন আর্শদীপ সিং । আবেশ খানের ঝুলিতে এল 4টি উইকেট ৷ 27.3 ওভারে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল রানে 116 রানে ৷

সূর্যকুমার যাদবের নেতৃত্বে কুড়ি-বিশের সিরিজ ড্র করার পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে এদিন টসভাগ্য সঙ্গ দেয়নি ভারত অধিনায়ক রাহুলকে ৷ তবে টসে হারের প্রভাব কোনওভাবেই পড়তে দেননি ভারতীয় বোলাররা ৷ দ্বিতীয় ওভারে এসেই জোড়া উইকেট তুলে নেন আর্শদীপ ৷ রেজা হেনড্রিকস এবং ভ্যান ডার ডুসেনকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান বাঁ-হাতি পেসার ৷ তৃতীয় উইকেট টনি জর্জি এবং অধিনায়ক এইডেন মার্করাম সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি ৷ ব্যক্তিগত 28 রানে ফেরেন জর্জি ৷

দক্ষিণ আফ্রিকার মাত্র চার জন ব্যাটারই এদিন দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷ তিন ব্যাটার ফেরেন শূন্য রানে ৷ সর্বাধিক 33 রান আসে অ্যান্ডাইল ফেহলুকুয়াওয়ের ব্যাটে ৷ 10 ওভারে 37 রানে পাঁচ উইকেট নেন আর্শদীপ ৷ 8 ওভারে 27 রান দিয়ে 4 উইকেট ঝুলিতে পোরেন আবেশ খান ৷ ন্যান্ড্রে বার্জারকে 7 রানে ফিরিয়ে প্রোটিয়াদের ইনিংসে ইতি টানেন কুলদীপ যাদব ৷

একসময় একশো পেরনো নিয়ে সংশয় থাকলেও ফেহলুকুয়াওয়ের সৌজন্যে তিন অঙ্কের রান ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা ৷ যদিও একশো পেরিয়ে লম্বা হয়নি তাদের ইনিংস ৷ সবমিলিয়ে 28তম ওভারে 116-তেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস ৷

আরও পড়ুন:

  1. টেস্ট ক্রিকেটে 500 উইকেটের ক্লাবে নাথান লায়ন, পাকিস্তানের বিরুদ্ধে 360 রানে জয় অজিদের
  2. 'আসল টেস্ট ক্রিকেটের স্বাদ পেল মেয়েরা', দীপ্তিদের প্রশংসায় পঞ্চমুখ অমল
  3. আইপিএল নিলামের তোড়জোড় শুরু, ওয়ালেটে কত নিয়ে নামছে ফ্র্যাঞ্চাইজিগুলো?
Last Updated : Dec 17, 2023, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details