পাল্লেকেলে, 2 সেপ্টেম্বর: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মেগা দ্বৈরথ ৷ পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ এশিয়ান জায়ান্টসদের এই দ্বৈরথে প্রথম একাদশে সুযোগ পেলেন না মহম্মদ শামি ৷ 2022-এর পর ফের 50 ওভারের ক্রিকেটে কামব্যাক করলেন জসপ্রীত বুমরাহ ৷ এই ম্যাচে তিনজন অলরাউন্ডার নিয়ে নেমেছে ভারত ৷ চোট সারিয়ে প্রথম একাদশে ফিরেছেন শ্রেয়স আইয়ার ৷
তবে, পাকিস্তানের মতো বড় ম্যাচে মহম্মদ শামির প্রথম একাদশে জায়গা না পাওয়া অবশ্যই টিম ম্যানেজমেন্টের ভাবনাচিন্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ৷ প্রাথমিকভাবে পাকিস্তানের শক্তিশালী বোলিংয়ের কারণে, রাহুল এবং রোহিত ব্যাটিং গভীরতা বাড়াতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে ৷ সেই কারণে, 8 নম্বরে শার্দূল ঠাকুরকে খেলানোর পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, নতুন বল হোক বা পুরনো, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম এবং মহম্মদ নওয়াজদের বিরুদ্ধে শামির অভিজ্ঞতার অভাববোধ করবেন রোহিত শর্মা ৷
অন্যদিকে, পাল্লেকেলের পিচে দুই ইনিংসের শুরুতেই পেসাররা সাহায্য পাবেন ৷ সম্প্রচারকারী চ্যানেলের পিচ রিপোর্টে সঞ্জয় মঞ্জরেকর এমনটাই জানিয়েছেন ৷ তিনি জানান, যেহেতু মাঝেমধ্যেই বৃষ্টি নামছে ৷ তাই হাওয়ায় সিম মুভমেন্টও পাবেন বোলাররা ৷ তবে, পিচের সমান বাউন্স ব্যাটারদেরও সাহায্য করবে ৷ আর বল পুরনো হলে রিস্ট স্পিনার কুলদীপ যাদবও সাহায্য পাবেন বলে মত সঞ্জয় মঞ্জরেকরের ৷