পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asia Cup 2023: সুপার ফোরেও শাহিনদের বিরুদ্ধে রোহিতদের ‘অ্যাসিড টেস্ট’ - রাত পোহালেই ভারত পাক মহারণ

ফাইনালে মুখোমুখি না-হলে এবারের এশিয়া কাপে এটাই রোহিত-বাবরদের শেষ অফিসিয়াল মোলাকাত ৷ রবিবাসরীয় লড়াইয়ে খানিকটা হলেও এগিয়ে পাকিস্তান ৷ যদিও রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতকে কোনওভাবেই ব্য়াকফুটে বলা যাবে না ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 5:32 PM IST

Updated : Sep 10, 2023, 10:38 AM IST

কলম্বো, 9 সেপ্টেম্বর: রাত পোহালেই ফের ভারত-পাক মহারণ ৷ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ মেগা ম্যাচের আগে সেজে উঠেছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম ৷ ক্রমশ উত্তাপ বাড়ছে দ্বীপরাষ্ট্রের রাজধানী শহরের ৷ যদিও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির ভ্রুকুটি ৷

এগিয়ে পাকিস্তান, বদলার হুংকার ভারতের:

টানা দু’মাস শ্রীলঙ্কায় রয়েছেন পাকিস্তান খেলোয়াড়েরা ৷ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক সিরিজ ছাড়াও লঙ্কা প্রিমিয়র লিগেও অংশ নিয়েছিলেন ‘মেন ইন গ্রিন’ সদস্যরা ৷ ফলে দ্বীপরাষ্ট্রের আবহাওয়ার সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছেন বাবর আজমরা ৷ গ্রুপ পর্বেও তা দেখা গিয়েছে পাকিস্তানের পারফর্ম্যান্সে ৷ ভারতের বিরুদ্ধেও পিচের সুবিধা নিয়েছিলেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ৷

সুপার ফোরে ইতিমধ্যে বাংলাদেশকে একপেশে লড়াইয়ে মাটি ধরিয়েছে ‘বাবর অ্যান্ড কোং’ ৷ অন্যদিকে, গ্রুপ পর্বে পাক ম্যাচ ভেস্তে গিয়েছিল ৷ একমাত্র নেপালের বিরুদ্ধে জিতেছিল ভারত ৷ সুপার ফোরে এখনও নামেনি দল ৷ ফলে শ্রীলঙ্কার মাটিতে এখনও পরীক্ষার মুখেই পরেনি ‘ম্যান ইন ব্লু’ ৷ ফলে রবিবাসরীয় লড়াইয়ে খানিকটা হলেও এগিয়ে পাকিস্তান ৷ যদিও রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতকে কোনওভাবেই ব্য়াকফুটে বলা যাবে না ৷

সুপার ফোরে ভারত-পাক মহারণ

মেগা ম্যাচে নজরে কারা ?

গ্রুপ লিগে ভেস্তে গিয়েছিল ভারত-পাক ম্যাচ ৷ মহারণ ফলাফলে না-পৌঁছলেও প্রকট হয়েছিল ‘মেন ইন ব্লু’র ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা ৷ শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের পেসে ছত্রাখান হয়ে গিয়েছিল ভারতের ব্যাটিং লাইন-আপ ৷ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের মিলিত রান ছিল 39 ৷ 4টি উইকেট নিয়েছিলেন শাহিন আফ্রিদি ৷ তালিকায় ছিল রোহিত-বিরাটের নাম ৷ 3টি করে উইকেট ঝুলিতে পুরেছিলেন নাসিম শাহ ও হ্যারিস রউফ ৷ হার্দিক পান্ডিয়া (90 বলে 87) ও ঈশান কিষাণ (81 বলে 82) হাল না-ধরলে রাহুল দ্রাবিড়ের ছেলেদের লজ্জা আরও বাড়ত ৷

যদিও নেপালের বিরুদ্ধে রানে ফিরেছেন দলের ওপেনিং জুটি ৷ দাঁত-নখহীন দলের বিরুদ্ধে বল হাতে দাপট দেখিয়েছিলেন মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজারা ৷ রান তাড়া করতে নেমে বাকিদের মাঠে নামার সুযোগই দেননি রোহিত-শুভমন ৷ চোট সারিয়ে দলে ফিরেছেন কেএল রাহুল ৷ তিনি খেললে সম্ভবত ঈশানকে ছাড়াই মাঠে নামবে দল ৷ পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে ঝাড়খণ্ডি তরুণের ব্যাটেই মুখরক্ষা হয়েছিল ভারতের ৷

আরও পড়ুন: ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপ ট্রফি, ইডেনের জমকালো অনুষ্ঠানেও সঙ্গী ‘বিতর্ক’

অন্যদিকে এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছেন পাকিস্তান দল ৷ পাকিস্তানের মূল ভিত্তি তাদের বোলিং, বিশেষ করে পেস বিভাগ ৷ যদিও বোলারদের পাশাপাশি বাবর আজম, ইফতিকার আহমেদের ব্যাট ভরসা যোগাচ্ছে ৷ ফর্মে রয়েছেন বুমরা, সিরাজরাও ৷ ফলে ভারতের একমাত্র চিন্তা ব্যাটারদের ফর্ম ৷ একদশক আগেই লড়াইটা ছিল ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং ৷ রবিবারের কলম্বোও সম্ভবত সেই লড়াইটাই দেখতে চলেছে ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 133 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 55 বার ৷ অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপ ৷ এশিয়া কাপকে তার প্রস্তুতি হিসেবেই দেখছে এশিয়ান জায়ান্টরা ৷ উপরন্তু, ভারতে বিশ্বকাপ হওয়ায় উপমহাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি সারার সুযোগ রয়েছে দেশগুলির সামনে ৷

14 অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ এশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি না-হলে এটাই রোহিত-বাবরদের শেষ অফিসিয়াল মোলাকাত ৷ ইতিমধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত ৷ প্রায় একই দল বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামবে ৷ ফলে মাঠে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷

ম্যাচ ভেস্তে গেলে ?

এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ এই রিজার্ভ-ডে শুধুমাত্র রবিবারের এই ম্যাচের জন্যই রাখা হয়েছে ৷ তবে, শ্রীলঙ্কার এশিয়া কাপের বাকি ম্যাচের জন্য কোনও বাড়তি দিন রাখা হয়নি ৷ আর এই রিজার্ভ ডে-র অর্থ রবিবার বৃষ্টি হলে ঠিক যেখানে ম্যাচ বন্ধ হবে, সোমবার সেখান থেকে খেলা আবার শুরু হবে ৷

এসিসি জানিয়েছে ম্যাচ দেখতে আসা দর্শকরা তাঁদের টিকিট সঙ্গে রাখবেন ৷ যদি পরেরদিন খেলা গড়ায়, সেক্ষেত্রে পুরনো টিকিটেই মাঠে ঢুকতে পারবেন দর্শকরা ৷ তবে, সুপার ফোরের বাকি ম্যাচগুলির জন্য কোনও রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন রাখেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷

আরও পড়ুন: তাঁর হাতেই বদলেছে বোলিং বিভাগ, পাক ‘বধে’ বুমরাই বাজি প্রাক্তন কোচ অরুণের

অন্যদিকে, কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে এক যুগেরও বেশি সময় হল দু'দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ ৷ স্বভাবতই আইসিসি কিংবা এসিসি'র কোনও ইভেন্টে পড়শি দু'টো দেশ মুখোমুখি হলে উন্মাদনা হয় লাগামছাড়া ৷ গ্রুপ পর্বে সেই ছবিটাই দেখা যায়নি ৷ গ্যালারিজুড়ে শব্দব্রহ্মের বালাই নেই ৷ পাল্লেকেলের গ্যালারি দেখে বোঝার উপায় ছিল না, স্টেডিয়ামে ক্রিকেটবিশ্বের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচটি চলছে ৷ কারণটা অবশ্যই দ্বীপরাষ্ট্রের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট ৷ গতবছর দেউলিয়া হয়ে যাওয়া একটা রাষ্ট্রের বুকে এশিয়া কাপের মতো ক্রিকেট যজ্ঞের আয়োজন খানিক বাতুলতা ৷ যার প্রভাব পড়েছে মাঠে ৷

Last Updated : Sep 10, 2023, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details