আমেদাবাদ, 14 অক্টোবর: আমেদাবাদের মেগা ক্ল্যাশে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুস্থ হয়ে প্রথম একাদশে ফিরলেন শুভমন গিল ৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ডানি-হাতি ব্যাটারকে ওপেন করতে দেখা যাবে ৷ তবে, আফগানিস্তানের বিরুদ্ধে রান করেও বাদ পড়লেন বাঁ-হাতি ঈশান কিষাণ ৷ এ দিন বোলিংয়ে সিদ্ধান্ত নিয়ে রোহিত জানান, রাতের আমেদাবাদে শিশির বড় ভূমিকা নেবে ম্যাচের ফলাফলে ৷ যেখানে রান তাড়া করে জেতা অনেকটাই সহজ বলে মনে করছেন তিনি ৷ এমনকি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকেও একই কথা বলতে শোনা গিয়েছে ৷
আজকের ম্যাচে ভারতের প্রথম একাদশে ফিরেছেন ওপেনার শুভমন গিল ৷ কিন্তু, তাঁকে জায়গা করে দিতে গিয়ে বাঁ-হাতি ঈশান কিষাণকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ শ্রেয়স আইয়ারকে মিডল-অর্ডারে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন, সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন ক্রিকেটার ৷ সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, ‘‘ঈশান কিষাণের বাদ পড়া আমাকে হতাশ করেছে ৷ বদল শ্রেয়স আইয়ারকে মিডল-অর্ডারে বসানো যেত ৷’’ মিডল-অর্ডারে পাকিস্তানের বাঁ-হাতি অর্থডক্স স্পিনারের বিরুদ্ধে ঈশান সেরা অস্ত্র হতে পারতেন বলে মত মঞ্জরেকরের ৷