- 20 ওভার শেষে ভারতের স্কোর 7 উইকেটে 151 ৷ দুরন্ত বোলিং শাহিন আফ্রিদির ৷ 4 ওভারে 31 রান দিয়ে তিন উইকেট তুলে নেন বাঁ-হাতি পাক পেসার ৷ 2টি উইকেট নেন হাসান আলি ৷ কোহলি ছাড়া টিম ইন্ডিয়ার আর কোনও ব্যাটার হাফ-সেঞ্চুরির গণ্ডি ছুঁতে পারেননি ৷
- হার্দিক আউট ৷ 8 বলে 11 রান করে ডাগ-আউটে ফেরেন হার্দিক ৷
- 19 ওভার শেষে ভারতের স্কোর 144 ৷
- ফি-হিট ৷ কিন্তু হিট করতে ব্যর্থ হার্দিক ৷ তবে আফ্রিদির ওভার থ্রো-তে 5 রান পায় ভারত ৷
- কোহলি আউট, ভারতের স্কোর 6 উইকেটে 133 ৷ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার আউট হলেন কোহলি ৷
- ক্রিজে এলেন হার্দিক ৷ 18 ওভার শেষে ভারতের স্কোর 5 উইকেটে 127 ৷
- জাদেজা আউট ৷ 13 বলে 13 রান করে ডাগ-আউটে ফেরেন বাঁ-হাতি ৷
- কোহলির হাফ-সেঞ্চুরি ৷ হাসান আলিকে ডিপ মিড-উইকেটে ঠেলে দিয়ে 45 বলে অর্ধশতরান পূর্ণ করেন বিরাট ৷
- 17 ওভার শেষে ভারতের স্কোর 4 উইকেটে 114
- 100 রানের গণ্ডি টপকাল ভারত ৷ ক্রিজে বিরাট 37 এবং জাদেজা 6 ৷
- 15 ওভার থেকে ভারতের স্কোর 4 উইকেটে 100 ৷
- বিরাটকে সঙ্গ দিতে ক্রিজে এলেন রবীন্দ্র জাদেজা ৷ হার্দিক পান্ডিয়ার আগে আইপিএলে ফর্মে থাকা জাদেজাকে নামায় থিঙ্কট্যাঙ্ক ৷
- পন্থ আউট, ভারতের স্কোর 4 উইকেটে 84 ৷ শাদাব খানকে তুলে মারতে গিয়ে কট অ্যান্ড বোল্ড হন পন্থ ৷ 30 বলে 2টি চার ও 2টি ছয়-সহ 39 রান করে আউট হন তিনি ৷
- 12 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেটে 81 ৷
- হাত ঘুললেন পন্থ ৷ হাসান আলিকে পর পর দু'টি ছয় মারলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ৷
- 10 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেটে 60 ৷ ক্রিজে বিরাট 26 ও পন্থ 19 ৷
- 9 ওভারে 50 রানের গণ্ডি টপকায় ভারত ৷
- 8 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 43 রান তুলেছে ভারত ৷
- পাওয়ার প্লে-তে 3 উইকেট হারিয়ে মাত্র 36 রান তুলেছে ভারত ৷ ক্রিজ বিরাট 20 ও পন্থ 1 ৷
- সূর্যকুমার আউট, ভারতের স্কোর 3 উইকেটে 31 ৷ 8 বলে 11 রান করে ডাগ-আউটে ফিরলেন সূর্যকুমার ৷ হাসান আলির বলে উইকেটের পিছনে ক্যাচ দেন তিনি ৷ ক্রিজে এলেন ঋষভ পন্থ ৷
- 5 ওভার শেষে ভারতের স্কোর 2 উইকেটে 30 ৷ টানা 3 ওভার বোলিং করলেন আফ্রিদি ৷
- বিরাট ছক্কা ৷ লং অনের উপর দিয়ে আফ্রিদিকে ছয় মারলেন ক্যাপ্টেন কোহলি৷
- 4 ওভার শেষে ভারতের স্কোর 2 উইকেটে 21 ৷ ক্রিজে বিরাট 6 ও সূর্যকুমার 11 ৷
- ভারত-পাক মহারণ: সূর্যের হাত ধরে ম্যাচে প্রথম ছক্কা ভারতের ৷ ইমাদকে ডি স্কোয়ারের উপর দিয়ে ছয় মারলেন প্রথমবার বিশ্বকাপ খেলা সূর্যকুমার ৷
- 2.1 ওভারে ডাগ-আউটে ফিরলেন টিম ইন্ডিয়ার ওপেনার ৷ রোহিতের পর আউট হলেন রাহুল ৷ আফ্রিদির জোড়া সাফল্য ৷ ক্রিজে বিরাটের সঙ্গী সূর্যকুমার ৷
- প্রথম ওভার শেষে ভারত 1 উইকেটে 2 ৷ দ্বিতীয় ওভারেই স্পিনার ইমাদকে আক্রমণে আনলেন পাক অধিনায়ক বাবর ৷
- ভারত-পাক মহারণ: গ্লোডেন ডাক রোহিত ৷ প্রথম ওভারে শাহিন আফ্রিদির চতুর্থ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ডাগ-আউটে ফিরলেন হিটম্যান ৷ ক্রিজে ক্যাপ্টেন কোহলি ৷
- ক্রিজে টিম ইন্ডিয়ার দুই ওপেনার রাহুল ও রোহিত ৷ পাকিস্তানের হয়ে বোলিং ওপেন করলেন আফ্রিদি ৷
- টি-20 ফরম্যাটে শেষ পাঁচবারের সাক্ষাতে চারবার জিতেছে ভারত ৷ একবার জিতেছে পাকিস্তান ৷ 2012 সালে বেঙ্গালুরুতে ভারত সফরে সিরিজের প্রথম টি-20 ম্যাচে মহম্মদ হাফিজের ব্যাটে টিম ইন্ডিয়াকে 5 উইকেটে হারিয়েছিল পাকিস্তান ৷ তারপর চারটি ম্যাচ জিতেছে ভারত ৷
- পাক ম্যাচে প্রথম একাদশে জায়গা হল না টিম ইন্ডিয়ার চার খেলোয়াড়, রবিচন্দ্রন অশ্বিন, ইষান কিষাণ, শার্দুল ঠাকুর ও রাহুল চাহার ৷
- বিশ্বকাপের প্রথম ম্যাচে নাইট স্পিনার বরুণ চক্রবর্তীতে ভরসা ভারতীয় থিঙ্কট্য়াঙ্কের ৷ ফলে পাকিস্তানের বিরুদ্ধে দলে জায়গা পেলেন না রবিচন্দ্রন অশ্বিন ৷
- ভারত : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা ৷
- পাকিস্তান : বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রাউফ ও শাহিন আফ্রিদি ৷
- ভারত-পাক মহারণ ৷ বিশ্বকাপের সুপার 12-র প্রথম ম্যাচে বিরাট কোহলির বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাক অধিনায়ক বাবর আজমের ৷