কলম্বো, 11 সেপ্টেম্বর:কাঁটা হয়ে দাঁড়াচ্ছে কলম্বোর আবহাওয়া ৷ গতকাল বৃষ্টির কারণে সুপার ফোর রাউন্ডের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ-ডে'তে ৷ এই হাইভোল্টেজ ম্যাচের জন্য একটি অতিরিক্ত দিন অর্থাৎ রিজার্ভ-ডে আগেই ধার্য করা হয়েছিল। সেকারণে রবিবার ঠিক যেখানে ম্যাচ শেষ হয়েছিল, সোমবার অর্থাৎ রিজার্ভ ডে'তে ঠিক সেই জায়গা থেকেই আবারও ম্যাচ শুরু হবে। ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচটি আজ শুরু হওয়ার কথা রয়েছে ভারতীয় সময় বিকাল 3টেয়। কিন্তু স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবারও সেখানে 100 শতাংশ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ৷
রিজার্ভ-ডে'র দিন অর্থাৎ আজ সকাল 7টায় কলম্বোতে প্রবল বৃষ্টি হয়েছে। আকাশ অত্যন্ত মেঘলা। কিন্তু এই অবস্থায় যদি সোমবারও এই ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে আদৌ ফাইনালে উঠতে পারবে ভারত? সেটাই আপাতত সমর্থকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবার 24.1 ওভারের পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ৷ পরে আর শুরু করা সম্ভব হয়নি ৷ তাই রিজার্ভ-ডে'তে ম্যাচ গড়িয়েছে ৷ আজ, সোমবার ভারতের ইনিংস পুনরায় শুরু করবে ৷ 147/2 স্কোরে 24.1 ওভার খেলা হয়েছে ৷ বিরাট কোহলি (8) এবং কেএল রাহুল (17) রানে অপরাজিত রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা (56) এবং শুভমন গিল (58) রান করে সাজঘরে ফিরেছেন ৷