পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বুমরা-হার্দিকের জাদুতে বাবরদের আত্মসমর্পণ, দুশোর আগেই গুটিয়ে গেল পাকিস্তান

ভারতীয় বোলিং লাইন-আপের দাপটে দু’শোর আগেই গুটিয়ে গেল ‘মেন ইন গ্রিন’ ৷ মেগা ম্যাচ পকেটে পুরতে ভারতের দরকার 192 রান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 5:25 PM IST

Updated : Oct 14, 2023, 6:24 PM IST

আমেদাবাদ, 14 অক্টোবর: ক্রিকেটের সবচেয়ে কুলীন টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজেয় নীল জার্সিধারীরা ৷ সেই ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই মোতেরায় মাঠে নেমেছিল ‘মেন ইন ব্লু’ ৷ প্রথম ইনিংসে সেই লক্ষ্যে সফল ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ ভারতীয় বোলিং লাইন-আপের দাপটে দু’শোর আগেই গুটিয়ে গেল ‘মেন ইন গ্রিন’ ৷ মেগা ম্যাচ পকেটে পুরতে ভারতের লক্ষ্য 192 রান ৷

এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিলেন ওয়াঘা পাড়ের দুই ওপেনার ৷ আবদুল্লাহ শফিককে ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন মহম্মদ সিরাজ ৷ তারপর ইমাম-উল হককে তুলে নেন হার্দিক পান্ডিয়া ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করা আবদুল্লাহর এদিনের অবদান 20 রান ৷ ইমাম ফেরেন ব্যক্তিগত 36 রানে ৷

দুই ওপেনার ক্রিজ ছাড়ার পর দলকে টানার চেষ্টা করেছিল বাবর-রিজওয়ান জুটি ৷ ব্যক্তিগত 50 রানে বাবর আজমের উইকেট ছিটকে দেন সিরাজ ৷ 49 রানের মাথায় মহম্মদ রিজওয়ানের উইকেট ছিটকে দেন বুমরা ৷ টপ-অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ‘মেন ইন গ্রিন’-এর ব্যাটিং লাইন-আপ ৷ দলের মিডল অর্ডারের এদিনের মিলিত রান 16 ৷ দু’অঙ্কের ঘরে পৌঁছতে পারলেন না কোনও ব্যাটারই ৷ শার্দূল ঠাকুর ছাড়া প্রত্যেক বোলারই দু’টি করে উইকেট পেয়েছেন ৷

আরও পড়ুন: শুরুর আগেই কাটল তাল, প্রাক-ম্যাচ অনুষ্ঠান সম্প্রচার না-করায় ক্ষোভের মুখে বিসিসিআই

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 134 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 56 বার ৷ অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে এখনও হারেনি ভারত ৷ সাতবারের মুখোমুখি লড়াইয়ে সাতবারই শেষ হাসি হেসেছে ভারত ৷

Last Updated : Oct 14, 2023, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details