- ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ ৷ বৃষ্টির কারণে ব্যাটিংয়ের সুযোগই পায়নি পাকিস্তান ৷ পরিত্যক্ত হওয়ায় দু'দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিল ৷
India vs Pakistan in Asia Cup: বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-পাক মহারণ, 3 পয়েন্ট নিয়ে সুপার ফোরে পাকিস্তান - বদলার ম্যাচে দলের ভরসা রোহিত কোহলি
Published : Sep 2, 2023, 3:02 PM IST
|Updated : Sep 2, 2023, 11:02 PM IST
21:44 September 02
প্রাথমিক ধাক্কা সামলে ভারত ঈশান কিষাণে এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটে লড়াইয়ের রসদ জোগাড় করলেও বৃথা গেল তা ৷ বৃষ্টির জেরে পরিত্যক্ত হয়ে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ৷ প্রথমে ব্যাট করে 48.5 ওভারে ভারত 266 রান তুললেও ব্যাটিং করতে নামতেই পারেনি টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ ৷ যদিও তাতে কোনও অসুবিধা হয়নি বাবরের দলের ৷ পয়েন্ট ভাগ করে সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান ৷ টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সুপার ফোরে তাঁরা ৷ গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে দুর্বল নেপালকে হারালে সুপার ফোর নিশ্চিত করবে ভারতও ৷
19:43 September 02
- মেগা ম্যাচে 266 রান তুলল ভারত ৷ বাবর আজম, ইফতিকার আহমেদ সম্বলিত পাক ব্যাটিং অর্ডারকে জয়ের জন্য তুলতে হবে 267 রান ৷ ভারতের ভরসা জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷
19:28 September 02
- পরপর ফিরলেন রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর ৷
- ব্যক্তিগত 87 রানের মাথায় ফিরলেন হার্দিক ৷
19:03 September 02
- ক্রমশ শতরানের দিকে এগোচ্ছেন পান্ডিয়া ৷
- রউফের বলে ফিরলেন ঈশান ৷ ক্রিজে হার্দিককে সঙ্গ দিচ্ছেন জাদেজা ৷
18:09 September 02
- অর্ধশতরান পূর্ণ করলেন ঈশান কিষাণ ৷ ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়াও ৷ দুই'য়ের ব্যাটে লড়াইয়ে ভারত ৷
17:54 September 02
- ব্যার্থ টপ-অর্ডার ৷ চাপ কাটানোর চেষ্টায় ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া ৷ দুই নির্ভরযোগ্য খেলোয়াড়ের ব্যাটে ম্য়াচে ফেরার লড়াই চালাচ্ছে ভারত ৷
17:17 September 02
- ফের জ্বলে উঠলেন রউফ ৷ সাজঘরে ফিরলেন মন্থর গতিতে শুরু করা শুভমন ৷ 32 বলে 10 রান করে আউট গিল ৷
16:41 September 02
- ক্যান্ডিতে ফের বৃষ্টি নামল ৷ বন্ধ হয়ে গেল খেলা ৷ ভারত 11.2 ওভার শেষে 51/3 ৷
16:40 September 02
- এবার আউট শ্রেয়স ৷ হ্যারিস রউফের বলে তৃতীয় উইকেট হারাল ভারত ৷
16:09 September 02
- রোহিত শর্মার পর আউট বিরাট কোহলিও ৷ ভারতের দুই ভরসাকে ফেরালেন আফ্রিদি ৷ ব্যক্তিগত 4 রানে ফিরলেন কোহলি ৷
15:59 September 02
বৃষ্টির পর খেলা শুরু হতেই আউট রোহিত শর্মা ৷ মুম্বইকরকে ফেরালেন আফ্রিদি ৷ মেগা ম্য়াচে অধিনায়কের অবদান 11 রান ৷
15:56 September 02
- থেমেছে বৃষ্টি ৷ ক্যান্ডিতে ফের শুরু হল খেলা ৷
15:23 September 02
- শুক্রের আবহাওয়া বলেছিল, শনিবারের ক্যান্ডি বৃষ্টিস্নাত ৷ আকাশ মেঘলা, 80 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পূর্বাভাস অনুযায়ীই বৃষ্টি নামল ৷ 4.2 ওভারের পর বন্ধ হয়ে গেল খেলা ৷
15:22 September 02
- শুরু থেকেই মারমুখী রোহিত ৷ ধরে খেলছেন শুভমন ৷
15:22 September 02
- প্রথম একাদশে জায়গা পেলেন না মহম্মদ শামি ৷ ব্যাটিং গভীরতা বাড়াতে নেওয়া হল শার্দূল ঠাকুরকে ৷
15:06 September 02
পাকিস্তান একাদশ: ফাকার জামান, ইমাম উল হক, বাবর আজম, আঘা সালমান, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, সরফরাজ খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন সাহ আফ্রিদি, হ্যারিস রউফ
15:03 September 02
- ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈষাণ কিশান, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব
14:59 September 02
- মেগা ম্যাচে টস জিতেছে ভারত ৷ পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করছে ‘মেন ইন ব্লু’ ৷
14:50 September 02
- পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 132 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷
- পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 55 বার ৷