পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final : বৃষ্টিতে ধুয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা - WTC Final

WTC Final
WTC Final

By

Published : Jun 18, 2021, 2:44 PM IST

Updated : Jun 18, 2021, 7:33 PM IST

19:28 June 18

  • বৃষ্টি থামলেও শুরু করা গেল না খেলা ৷ 
  • রোজ বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের প্রথম দিনে গড়াল না বল ৷ 
  • ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা করলেন আম্পায়াররা ৷ 

18:49 June 18

  • বৃষ্টি থেমেছে সাউদাম্পটনে ৷ আপাতত মাঠ শুকানোর কাজ চলছে ৷
  • ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটার সময় মাঠ পরীক্ষা করবেন আম্পায়ার ও আধিকারিকতা ৷
  • তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে আজ খেলা শুরু করা হবে কিনা ৷

16:58 June 18

  • বৃষ্টি থামল সাউদাম্পটনে ৷ তবে মাঠ এখনও ভিজে ৷

14:28 June 18

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড

সাউদাম্পটন, 18 জুন : আজ সেই মহেন্দ্রক্ষণ ৷ সাউদাম্পটনের রোজ বোলে শুরু হতে চলেছে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ সম্মুখ সমরে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড  ৷ কে হবে বিশ্বের সেরা টেস্ট দল ? 

  • সকাল থেকেই হালকা বৃষ্টি, বাতিল করা হল প্রথম সেশনের খেলা ৷ 
Last Updated : Jun 18, 2021, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details