খারাপ আলোর জন্য সময়ের আগেই শেষ তৃতীয় দিনের খেলা ৷ দিনের শেষ 2 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ 101 ৷ ক্রিজে রয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর ৷
WTC Final : তৃতীয় দিনের খেলা শেষ , নিউজিল্যান্ডের সংগ্রহ 101/2 - ভারত ও নিউজ়িল্যান্ড
23:19 June 20
তৃতীয় দিনের খেলা শেষ
22:54 June 20
WTC Final : ভয়ংক হয়ে ওঠা কনওয়েকে ফেরালেন ইশান্ত
ইশান্ত শর্মার বলে সামির হাতে ধরা দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন কিউই ওপেনার ডেভন কনওয়ে । 153 বলে 54 রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি । এদিকে খারাপ আলোর জন্য বন্ধ হয়ে যায় খেলা ।
22:31 June 20
- অর্ধশতরান ডেভন কনওয়ের ৷
21:49 June 20
- আউট টম লাথাম (30) ৷ অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে ৷
20:28 June 20
- ভাল শুরু নিউজ়িল্যান্ডের ৷ চা পানের বিরতিতে বিনা উইকেটে 36 রান তুলল কিউয়িরা
19:38 June 20
- ফের বৃষ্টি রোজ বোলে ৷ বন্ধ হল খেলা ৷
19:24 June 20
- ইনিংস শুরু করল নিউজ়িল্যান্ড ৷
- ক্রিজে দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে ৷
18:38 June 20
- 217 রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস ৷
17:39 June 20
- রোজ বোলে লাঞ্চের বিরতি ৷
- ভারতের স্কোর 7 উইকেটে 211 রান ৷
17:23 June 20
- আউট অশ্বিন ৷ টিম সাউদির বলে ফিরলেন ভারতের অফ স্পিনার ৷
17:17 June 20
- 200 পূর্ণ ভারতের ৷ ক্রিজে আছেন অশ্বিন ও জাদেজা ৷
16:44 June 20
- আউট অজিঙ্কা রাহানে ৷ ওয়াগনারের বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাহানে (49)৷
- মাত্র এক রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন ভারতের সহ অধিনায়ক ৷
16:15 June 20
- ফের ঘাতক জেমিসন ৷ এবার ফিরলেন ঋষভ পন্থ (4) ৷
15:44 June 20
- শুরুতেই ধাক্কা ৷ ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি (44) ৷ কাইল জেমিসনের বলে এলবিডব্লিউ হলেন তিনি ৷
15:39 June 20
- বৃষ্টি বিঘ্নিত সাউদাম্পটনে শুরু হল তৃতীয় দিনের খেলা
15:07 June 20
- ভারতীয় সময় বেলা সাড়ে তিনটে নাগাদ শুরু হবে তৃতীয় দিনের খেলা ৷
14:38 June 20
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড
আলো আধাঁরির সাউদাম্পটনে দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত ৷ বৃষ্টি বিঘ্নিত রোজ বোলে দ্বিতীয় দিনের শেষে 3 উইকেটে 146 রান ভারতের ৷ টস জেতার পর ভারতকে ব্যাটিং করতে ডাকেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ভাল শুরু করেন দুই ভারতীয় ওপেনার ৷ কিন্তু 62 রানে ওপেনারদের পার্টনারশিপ ভাঙার পর দ্রুত 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ তবে অধিনায়ক ও সহ অধিনায়ক ইনিংসের হাল ধরেন ৷ দিনের শেষে 44 রানে অপরাজিত বিরাট কোহলি ও 29 রান করে ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে ৷
- তবে তৃতীয় দিনে ম্যাচ শুরু হওয়া নিয়ে সংশয় ৷