- অশ্বিনের ঘূর্ণিতে আউট ডেভান কনওয়ে ৷
WTC Final Live : আউট কনওয়ে, ম্যাচে ফিরছে ভারত - ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
20:57 June 23
20:39 June 23
- নিউজ়িল্যান্ডের প্রথম উইকেটের পতন ৷ অশ্বিনের শিকার হলেন টম লাথাম ৷
19:56 June 23
- চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর বিনা উইকেটে 19 রান ৷
19:09 June 23
- 170 রানে অল উইকেট ভারত ৷ লিড মাত্র 138 রান ৷ জয়ের জন্য নিউজ়িল্যান্ডের প্রয়োজন 139 রান ৷
19:07 June 23
- আউট অশ্বিন, জাদেজা ও শামি ৷ পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত ৷
18:46 June 23
- ফিরলেন ঋষভ পন্থ (41)৷ ওয়াগনারের বলে আউট হলেন তিনি ৷ বর্তমানে 124 রানের লিড নিয়েছে ভারত ৷
18:29 June 23
- আউট রবীন্দ্র জাদেজা ৷ ওয়াগনারের বলে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জাদেজা ৷
16:35 June 23
- আউট রাহানে (15) ৷ ট্রেন্ট বোল্টের বলে আউট রাহানে ৷
16:30 June 23
- 100 রান পূর্ণ ভারতের ৷ দ্রুত রান তোলার দিকে নজর ঋষভ পন্থ ও রাহানের ৷
15:36 June 23
- ফিরলেন পূজারা (15) ৷ কাইল জেমিসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন পূজারা ৷
15:25 June 23
- ভারতীয় শিবিরে বড় ধাক্কা ৷ ফিরলেন বিরাট কোহলি (13) ৷ এবারও কাইল জেমিসনের শিকার হলেন ভারত অধিনায়ক ৷
14:54 June 23
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুুখি ভারত ও নিউজ়িল্যান্ড ৷ বৃষ্টি বিঘ্নিত হওয়ায় খেলা গড়াল ষষ্ঠ দিনে ৷
- ষষ্ঠ দিনের খেলা শুরু নির্ধারিত সময়ে ৷
Last Updated : Jun 23, 2021, 9:36 PM IST