পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ Kanpur Test : কানপুরে ভারতের জবরদস্ত রেকর্ড, বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে রাখবে অজিঙ্ক বাহিনী

অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে কানপুরে আজ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে নামছে ভারত (IND vs NZ Kanpur Test ) ৷ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের দাপট কায়েম রাখাই উদ্দেশ্য অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতের ৷

IND vs NZ
IND vs NZ

By

Published : Nov 25, 2021, 8:41 AM IST

কানপুর, 25 নভেম্বর : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হারের ঘা এখনও দগদগে ৷ সেই স্মৃতি নিয়েই আজ ঘরের মাঠে লাল বলের ফরম্যাটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত ৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে (Green Park International Stadium) আজ ভারতের নেতা অজিঙ্ক রাহানে ৷ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব মাথায় থাকলেও গ্রিন পার্কে ভারতের স্পিন আক্রমণের মোকাবিলা করতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কেন উইলিয়ামসনদের ৷ একদিকে গ্রিন পার্কের উইকেটে ভারতের দারুণ রেকর্ড ৷ অন্যদিকে এই মাঠে ভারতের বিরুদ্ধে অতীতে কখনও জয়ের মুখ দেখেনি কিউয়িরা ৷

কানপুরে টেস্টে ভারত-নিউজ়িল্যান্ড ((IND vs NZ Kanpur Test) মোট তিনবার মুখোমুখি হয়েছে ৷ শেষবার ভারতীয় দল এই মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই খেলেছিল ৷ সেটা 2016 সাল ৷ সেবার কিউয়িদের 197 রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল ভারত ৷ এছাড়া 1999 সালেও এই মাঠে জয়ধ্বজা উড়িয়েছিল ভারতীয় দল ৷ তবে 1976 সালে দুটি টিমের মধ্যে হওয়া টেস্ট ড্র হয়েছিল ৷ কানপুরে 1983 সালে শেষবার হেরেছিল ভারত ৷ এরপর থেকে গ্রিন পার্কের মাঠে টেস্টে অপরাজেয় ভারতীয় দল ৷

নিউজ়িল্যান্ড টিম ফুল স্ট্রেন্থ নিয়ে নামবে ৷ যদিও আজকের ম্যাচে ভারতীয় দলের বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার অনুপস্থিত ৷ নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ ফর্মে থাকা ওপেনার লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে গিয়েছেন ৷ দলের পেস ব্রিগেডের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং উইকেটকিপার ঋষভ পন্থও বিশ্রামে রয়েছেন ৷ ফলে এই সিরিজ় থেকেই দক্ষিণ আফ্রিকা সফরের আগে তরুণ খেলোয়াড়দের দেখে নেওয়া হবে ৷

আরও পড়ুন : Ajinkya Rahane ahead of kanpur test : "প্রতি ম্যাচে শতরান করা জরুরি নয়", ফর্ম নিয়ে ওঠা প্রশ্নে রাহানের জবাব

রাহুলের চোট অবশ্য শ্রেয়স আইয়ারের কাছে টেস্ট ফরম্যাটের দরজা খুলে দিয়েছে ৷ আজ যে শ্রেয়সের টেস্টে অভিষেক হচ্ছে তা গতকালই জানিয়ে দিয়েছেন রাহানে ৷ কিন্তু দলের বোলিং বিভাগ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি ৷ তৃতীয় স্পিনার এবং দ্বিতীয় পেসার হিসেবে কাকে খেলানো হবে তা জানার জন্য টস পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তবে পেস বিভাগে উমেশ যাদবের সঙ্গে ইশান্ত শর্মার খেলা নিশ্চিত মনে হচ্ছে ৷ স্পিন বিভাগের কথা বললে অক্ষর প্যাটেলকে অনুশীলনে দেখা যায়নি ৷ যদিও জয়ন্ত যাদবকে নেটে বেশ ছন্দে রয়েছে বলে মনে হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details