পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ 1st ODI: টপ অর্ডারের ব্যাটে রান, কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের স্কোর 306 - নিউজিল্যান্ড

অকল্যান্ডে প্রথম ওয়ান ডে ম্যাচে 306 রান করল ভারত (India vs New Zealand First ODI) ৷ অধিনায়ক শিখর ধাওয়ান, ওপেনার শুভমান গিল এবং শ্রেয়স আইয়ার হাফ সেঞ্চুরি করেছেন ৷

India vs New Zealand First ODI
India vs New Zealand First ODI

By

Published : Nov 25, 2022, 11:58 AM IST

অকল্যান্ড, 25 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে 306 রান তুলল ভারত (India vs New Zealand First ODI) ৷ দুই ওপেনারের সেঞ্চুরি পার্টনারশিপ এবং শেষে শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে এদিন 7 উইকেট হারিয়ে 306 রান তুলেছে ভারতীয় দল ৷ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সর্বাধিক 80 রান করেন ৷ দুই ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) 72 এবং শুভমান গিল 50 রান করেছেন ৷ কিউয়িদের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি এবং লকি ফার্গুসন ৷

এদিন টস জিতে অকল্যান্ডের ছোট মাঠে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন (Ken Williamson) ৷ ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল নিউজিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে শুরুটা ভালোই করেন ৷ প্রথমে কিছুটা ধীর গতিতে রান তুললেও, সেট হয়ে যাওয়ার পর আক্রমণে যান অধিনায়ক শিখর ৷ তিনি 77 বলে 72 রান করেন ৷ আরেক ওপেনার শুভমান গিলও 50 রান করেছেন ৷ তাঁরা প্রথম উইকেটে 124 রানের পার্টনারশিপ করেন ৷

পঞ্চম উইকেটে শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন 94 রান যোগ করেন ৷ স্যামসন 38 বলে 36 রান করেছেন ৷ ইনিংসের 46 তম ওভারে স্যামসন আউট হলে, ওয়াশিংটন সুন্দর ক্রিজে আসেন ৷ তিনি 16 বলে 37 রানের অপরাজিত ক্যামিয়ো ইনিংস খেলেন ৷ সেই ইনিংসে 3টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি মেরেছেন সুন্দর ৷ অন্যদিকে, ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপ করলেও, মিডল ওভারে নিয়মিত উইকেট হারায় ভারত ৷ নইলে রান আরও বাড়তে পারত ।

আরও পড়ুন:স্বপ্নের গোল রিচার্ডলিসনের, সার্বিয়াকে হেলায় হারাল ব্রাজিল

এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন উইকেট-কিপার ব্যাটার ঋষভ পন্থ ৷ 23 বলে 15 রান করে আউট হন তিনি ৷ সূর্যকুমার যাদবও ওই ওভারেই মাত্র 4 রান আউট হন ৷ নিউজিল্যান্ডের হয়ে মাঝের ওভারে লকি ফার্গুসন 3 উইকেট নিয়ে ভারতের রান গতি আটকে দেন ৷ ইনিংসের শেষে ওয়াশিংটন সুন্দর সাক্ষাৎকারে জানান, অকল্যান্ডের ছোট মাঠে এই রান তাঁদের লড়াইয়ে রাখবে ৷ তবে জয়ের ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত নন ।

ABOUT THE AUTHOR

...view details