অকল্যান্ড, 25 নভেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে 306 রান তুলল ভারত (India vs New Zealand First ODI) ৷ দুই ওপেনারের সেঞ্চুরি পার্টনারশিপ এবং শেষে শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে এদিন 7 উইকেট হারিয়ে 306 রান তুলেছে ভারতীয় দল ৷ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সর্বাধিক 80 রান করেন ৷ দুই ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) 72 এবং শুভমান গিল 50 রান করেছেন ৷ কিউয়িদের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি এবং লকি ফার্গুসন ৷
এদিন টস জিতে অকল্যান্ডের ছোট মাঠে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন (Ken Williamson) ৷ ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল নিউজিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে শুরুটা ভালোই করেন ৷ প্রথমে কিছুটা ধীর গতিতে রান তুললেও, সেট হয়ে যাওয়ার পর আক্রমণে যান অধিনায়ক শিখর ৷ তিনি 77 বলে 72 রান করেন ৷ আরেক ওপেনার শুভমান গিলও 50 রান করেছেন ৷ তাঁরা প্রথম উইকেটে 124 রানের পার্টনারশিপ করেন ৷