পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs New Zealand 2nd ODI: দ্বিতীয় ওয়ান’ডে-তে ভারতের কাঁটা প্রতিপক্ষের টেল এন্ডার - নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ

আজ দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড (India vs New Zealand 2nd ODI) ৷ এই ম্যাচে প্রতিপক্ষের টেল এন্ডারদের আউট করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ রোহিত শর্মার দলের ৷

India vs New Zealand 2nd ODI ETV BHARAT
India vs New Zealand 2nd ODI

By

Published : Jan 21, 2023, 12:20 PM IST

রায়পুর, 21 জানুয়ারি: হায়দরাবাদে প্রথম একদিনের ম্যাচে ভারতীয় বোলিংকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কিউয়ি ব্যাটার মাইকেল ব্রেসওয়েল ৷ তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে সাড়ে তিনশো রানও একটা সময় ডিফেন্ড করার জন্য কম বলে মনে হচ্ছিল ৷ সেই সঙ্গে ভারতের টেল এন্ডার কাঁটা আরও একবার সামনে চলে এসেছিল ৷ সেই চ্যালেঞ্জ সামলে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামছে ভারত (India vs New Zealand 2nd ODI) ৷ এই ম্যাচে টেল এন্ডারদের দ্রুত আউট করার বিষয়টি যেমন সকলের নজরে থাকবে ৷ তেমনি ভারতীয় দলের মিডল অর্ডারের নজর থাকবে টিম ম্যানেজমেন্টের ৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুভমান গিল সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে দু’শো রান করেছেন ৷ কিন্তু, শুভমান ছাড়া ওই ম্যাচে বাকি দলের ব্যাটিং তেমন নজরে কাড়েনি ৷ গত ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মাকেও বলতে শোনা গিয়েছিল ৷ শুভমানের 208 রানের পর ভারতীয় ব্যাটারদের সর্বোচ্চ রান ছিল রোহিতের 34 ৷ তারপর সূর্যকুমার যাদব 31, হার্দিক পান্ডিয়া 28 ৷ দলের 70 শতাংশ রান একা শুভমান করেছিলেন ৷ মিডল অর্ডারের থেকে তেমন সহযোগিতা ব্যাটে পাওয়া যায়নি ৷ বিশেষত, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে তা আরও বেশি করে দেখা গিয়েছে ৷

অন্যদিকে, নতুন বলে মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি ভারতকে নিয়মিত উইকেট এনে দিচ্ছেন ৷ যা ভারতের পক্ষে অবশ্যই সুখবর ৷ এমনকী মিডল ওভারে কুলদীপ এবং বাকি বোলাররাও উইকেট দিচ্ছে নিয়মিত ৷ কিন্তু, টিম ম্যানেজমেন্টের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে প্রতিপক্ষের টেল এন্ডাদের আউট করতে না পারার সমস্যা ৷ আর এই সমস্যা আজকের নয় ৷ বিগত 5-6 বছর ধরে এই সমস্যার সম্মুখীন ভারত ৷ শুরু 6-7 উইকেট দ্রুত তুলে নিলেও, লোয়ার অর্ডার এবং টেল এন্ডারদের আউট করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় বোলারদের ৷ সেই সুযোগে রানও তুলে নিচ্ছে প্রতিপক্ষ ৷

আরও পড়ুন:'উইকেট পড়ছিল তবু খুলে খেলতেই চেয়েছিলাম', দ্বিশতরানের পর উচ্ছ্বসিত শুভমান

এক্ষেত্রে বাংলাদেশ সিরিজের প্রথম একদিনের ম্যাচ একেবার সঠিক উদাহরণ ৷ শেষের এক উইকেট ফেলতে না পারায় মেহেদি হাসান মিরাজ একার কৃতিত্বে বাংলাদেশকে হারা ম্যাচ জিতিয়ে দেন ৷ একই ঘটনা ঘটতে পারত গত ম্যাচেও ৷ মাইকেল ব্রেসওয়েল বিধ্বংসী সেঞ্চুরিতে একাই ভারতের থেকে ম্যাচ প্রায় দূরে নিয়ে গিয়েছিলেন ৷ শেষ ওভারের দ্বিতীয় বলে ব্রেসওয়েলের উইকেট না পড়লে ভারত ওই ম্যাচ জিতত কিনা, তা বড় ক্রিকেট বিশেষজ্ঞও জোর গলায় বলতে পারতেন না ৷

ফলে আজ রায়পুরের মাঠে রোহিত শর্মার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে প্রতিপক্ষের টেল এন্ডার ৷ তবে, ভারতের পক্ষে সবচেয়ে বড় পজিটিভ টপ অর্ডারের তিন ব্যাটারের ফর্ম ৷ রোহিত, শুভমান এবং কোহলির ফর্ম এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় ইতিবাচক বিষয় ৷ শুভমান গিলের পরপর দুই ম্যাচে সেঞ্চুরি এবং বিরাট কোহলির শেষ 5 ম্যাচে 3টি সেঞ্চুরি তার প্রমাণ ৷

ABOUT THE AUTHOR

...view details