ডাবলিন, 18 অগস্ট: চোট সারিয়ে মাঠে ফিরেই দুরন্ত জসপ্রীত বুমরা ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওভার থেকেই পুরনো ছন্দে ফিরেছেন ভারতের বোলিং সেনসেশন ৷ ক্যাপ্টেন বুমরাকে যোগ্য সঙ্গত দেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷ ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটে এদিন অভিষেক হয় তাঁর ৷ গ্রেট ব্রিটেনের ঠান্ডা আবহাওয়ায় দুই পেস ব্যাটারির জোড়া ফলায় ইনিংসের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল কেভিন ও’ব্রায়েনের দেশের ব্যাটিং লাইন-আপ ৷ তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন ব্যারি ম্যাককার্থি ও কার্টিস ক্যাম্পার ৷ এই দুই ব্যাটারের লড়াইয়ে 7 উইকেটে 139 রান তোলে আয়ারল্যান্ড ৷
শুরুতেই দু'উইকেট তুলে নিয়ে আইরিশদের ধাক্কা দেন পিছের অস্ত্রোপচারের পর কামব্যাক করা বুমরা ৷ তাঁকে সঙ্গ দেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই ৷ মাত্র 31 রানে পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড ৷ কিন্তু এখান থেকে ক্যাম্পার ও ম্যাককার্থির লড়াকু ব্যাটিং আইরিশদের ম্যাচে ফেরায় ৷ ম্যাককার্থি 33 বলে চার ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে 51 রানের ইনিংস খেলেন ৷ আর 33 বলে 39 রান করেন ক্যাম্পার ৷