লন্ডন, 12 অগস্ট : প্রথম টেস্টে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল লন্ডনের খামখেয়ালি আবহাওয়া ৷ বৃষ্টির চোটে নটিংহ্যামে (প্রথম টেস্ট) প্রায় জেতা ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় ভারতের ৷ পঞ্চম দিনে মাঠে বল না গড়ানোয় টেস্ট ড্র হয়ে যায় ৷ ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (lords test) সিরিজ়ের দ্বিতীয় টেস্ট খেলতে আজ নামছে ভারত ও ইংল্যান্ড (india vs england 2nd test) ৷ তার আগে দুটি দলেই চোট সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে ৷ পাশাপাশি প্রধান ব্যাটসম্যানদের পারফরম্যান্সও দুই দলের অধিনায়কের মাথাব্যাথার কারণ ৷
ইশান্ত শর্মাকে বসিয়ে রেখে নটিংহ্যাম টেস্টে শার্দূল ঠাকুরকে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ সেই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও সুযোগের সদ্ব্যবহার করেন শার্দূল ৷ নটিংহ্যামে দুই ইনিংস মিলিয়ে চারটি উইকেট ঝুলিতে পোরেন ৷ সেই শার্দূলই দ্বিতীয় টেস্টের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন ৷ সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, বাঁ পায়ে চোট রয়েছে শার্দূলের ৷ তাই লর্ডস টেস্টে থাকছেন না ডানহাতি পেসার ৷
তাহলে দ্বিতীয় টেস্টে জো রুট অ্যান্ড কম্পানির বিরুদ্ধে শার্দূলের জায়গায় কাকে খেলাতে পারে ভারত? এই প্রশ্নটাই ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে ৷ প্রথম টেস্টে জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দূল - এই চার পেসারে নেমেছিল ভারত ৷ একমাত্র স্পিনার হিসেবে ছিলেন রবীন্দ্র জাদেজা ৷ পরিকল্পনা কাজে লেগেছিল ৷ ভারতীয় পেসাররা দুটো ইনিংসেই ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে ৷ লর্ডসেও প্রথম টেস্টের পুনরাবৃত্তি চায় দেশের বোলিং ব্রিগেড ৷ শার্দূলের জায়গায় ইশান্ত শর্মাকে দলে ফেরায় কি না টিম ম্যানেজমেন্ট সেটা দেখার রয়েছে ৷ আবার লর্ডসের পরিস্থিতি অনুযায়ী রবিচন্দ্রন অশ্বিনকেও সুযোগ দেওয়া হতে পারে ৷
লন্ডনে বর্তমানে সর্বাধিক তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস ৷ আবহাওয়া শুষ্ক এবং গরম ৷ যদি পিচ শুষ্ক থাকে তাহলে অশ্বিন ও জাদেজা দুজনকেই টিমে রাখা হতে পারে ৷ নিজেদের বোলিং বৈচিত্র্য দিয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন ৷ চতুর্থ অথবা পঞ্চম দিন লর্ডসের উইকেটে জ্বলে উঠতে পারেন অশ্বিন ৷ আবার অশ্বিন ও ইশান্ত দুজনেই প্রথম একাদশে ঢুকলে বাদ পড়তে পারেন সিরাজ় ৷