পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: রোহিতের নজির, শেষবেলায় সূর্যচ্ছ্বটায় লজ্জা ঢাকল ভারতীয় ব্যাটিং - বিশ্বকাপ

রোহিত শর্মা, কেএল রাহুল ও সূর্যকুমার যাদব ৷ তিন ব্যাটারের দৌলতে ভদ্রস্থ জায়গায় পৌঁছল ‘মেন ইন ব্লু’র ইনিংস ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে 230 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 6:00 PM IST

Updated : Oct 29, 2023, 6:45 PM IST

লখনউ, 29 অক্টোবর: একসময় ব্যাটিং ধসে ধুঁকছিল টিম ইন্ডিয়া ৷ সেখান থেকে দলকে টেনে তুললেন রোহিত গুরুনাথ শর্মা ৷ শেষবেলায় জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব ৷ মাঝে কিছুটা ভরসা জোগালেন কেএল রাহুল ৷ তিন ব্যাটারের দৌলতে কোনওরকমে ভদ্রস্থ জায়গায় পৌঁছল ‘মেন ইন ব্লু’ ৷ যদিও সেট হয়েও তিন জনেই কার্যত উইকেট ছুঁড়ে দিয়ে এলেন ৷ 50 ওভারে 229 রান তুলল ভারত ৷

পয়েন্টস টেবিলের তলানিতে থাকলেও নিজেদের দিনে যে কোনও দলকে পর্যুদস্ত করতে সক্ষম থ্রি-লায়ন্সরা ৷ একানা স্টেডিয়ামেও এদিন ভারতকে চাপে ফেলেন ক্রিস ওকস, মার্ক উডরা ৷ শুরুতেই ব্যাড-প্যাডের ফাঁক দিয়ে বল গলিয়ে শুভমনের উইকেট ভেঙে দেন ওকস ৷ 9 রানে ফেরেন গিল ৷ খাতাই খুলতে পারেননি বিরাট কোহলি ৷ শ্রেয়স আইয়ার কবে খেলবেন সম্ভবত নিজেও জানেন না ৷ এদিনও গুরুত্বপূর্ণ সময়ে অবিবেচকের মতো উইকেট দিয়ে এলেন ‘রিলস বয়’ ৷

তিন উইকেট হারানোর পর খেলাটা ধরেছিলেন রোহিত-রাহুল জুটি ৷ 91 রানের পার্টনারশিপ গড়ার পর উইকেট দিয়ে বসেন কেএল ৷ উইকেটে জমে যাওয়ার পরও হাফভলি ডেলিভারি বাউন্ডারি পার করানোর আশায় যে শট তিনি মারলেন, তা নবীশদেরই মানায় ৷ কর্ণাটকী ব্যাটারের অবদান 39 রান ৷ ভাগ্যের দোষে সেঞ্চুরি মাঠে ফেলে এলেন রোহিত শর্মা ৷ আন্তর্জাতিক ক্রিকেটে 18 হাজারের নজির ছোঁয়া হিটম্যান ফিরলেন ব্যক্তিগত 87 রানে ৷

আরও পড়ুন:

শেষবেলায় নেমে 47 বলে 49 রান করেন সূর্যকুমার যাদব ৷ স্কাইয়ের ব্যাটে ভর করেই 200 পার করে ভারতের স্কোর ৷ রান পাননি রবীন্দ্র জাদেজাও ৷ দলের নির্ভরযোগ্য অল-রাউন্ডার সূর্যকুমারকে সঙ্গত করতে পারলে লড়াকু রান করতে পারত নীল জার্সিধারীরা ৷

Last Updated : Oct 29, 2023, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details