- 100 রানে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া ৷
India vs England: শামি-বুমরার দাপট, অল্প পুঁজিতেও 100 রানে বিরাট জয় ভারতের
Published : Oct 29, 2023, 2:58 PM IST
|Updated : Oct 29, 2023, 9:45 PM IST
21:24 October 29
21:24 October 29
- 129 রানে অল-আউট ইংল্যান্ড ৷
20:29 October 29
- মইন আলিকে তুলে নিলেন মহম্মদ শামি ৷
19:56 October 29
- কুলদীপ যাদবের ঘূর্ণিতে বোল্ড বাটলার ৷
19:24 October 29
- এবার জনি বেয়ারস্টো ৷ ইংরেজ ব্যাটারকে ফেরালেন শামি ৷
19:15 October 29
- বুমরার পর এবার মহম্মদ শামি ৷ বাংলার বোলারের দুরন্ত ডেলিভারিতে ভাঙল বেন স্টোকসের উইকেট ৷ 33 রানে 3 উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৷
19:00 October 29
- জ্বলে উঠলেন জসপ্রীত বুমরা ৷ পরপর তুলে নিলেন ডেভিড মালান ও জো রুটকে ৷ ম্যাচে ফিরল ভারত ৷
18:45 October 29
- একানা স্টেডিয়ামে রান তাড়া করতে নামল ইংল্যান্ড ৷ 230 টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু জনি বেয়ারস্টো ও ডেভিড মালান জুটির ৷
18:00 October 29
- 229 রানে থামল ভারতের ইনিংস ৷
17:39 October 29
- আউট সূর্যকুমার যাদব ৷ 47 বলে 49 রান করে ক্রিজ ছাড়লেন স্কাই ৷
17:12 October 29
- 1 রান করে ক্রিজ ছাড়লেন মহম্মদ শামি ৷
17:12 October 29
- আউট রবীন্দ্র জাদেজা ৷ 8 রানে ফিরলেন ভারতীয় অল-রাউন্ডার ৷
16:51 October 29
- এবার কার্যত উইকেট ছুঁড়ে দিয়ে এলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ 87 রান করে ড্রেসিংরুমে ফিরলেন হিটম্যান ৷
16:39 October 29
- দেড়শো পেরল ভারতের রান ৷ ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৷
16:23 October 29
- জঘন্য শট সিলেকশন ৷ উইলির হাফ পিচ ডেলিভারি মারতে গিয়ে ক্যাচ দিয়ে এলেন কর্ণাটকী ব্যাটার ৷ 39 রান করে মাঠ ছাড়লেন কেএল ৷
16:21 October 29
- 30 ওভার শেষে ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 131 ৷
15:53 October 29
- অর্ধ-শতরানের গন্ডি টপকালেন হিটম্যান ৷
15:41 October 29
- ভারতের জার্সিতে নয়া নজির রোহিতের ৷ সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 18 হাজার রানের গন্ডি টপকালেন হিটম্যান ৷
15:39 October 29
- রোহিতের এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি হাফ-সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি রয়েছে ৷ পাকিস্তানের বিরুদ্ধে 86 রান এবং আফগানিস্তানের বিরুদ্ধে 131 রানের ইনিংস খেলেছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্যতে ফিরে যান তিনি ৷ এরপর বাংলাদেশের বিরুদ্ধে 48 রান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 46 রান করেছিলেন ৷
15:38 October 29
- এই 99টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে 73টি ম্যাচে জয় এসেছে ভারতের ৷ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে উঠে এসেছে ভারত ৷ রোহিতের নেতৃত্বে 5 ম্যাচের পাঁচটিতে জিতেছে মেন ইন ব্লু ৷
15:38 October 29
- রোহিত এখনও পর্যন্ত যে 99টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে 39টি ওয়ান-ডে, 51টি টি-20 আন্তর্জাতিক এবং 9টি টেস্ট ম্যাচ রয়েছে ৷ 39 ওয়ান-ডে ম্যাচে রোহিত সাফল্যের হার 76.31 শতাংশ ৷ সেখানে টি-20তে 76.47 শতাংশ এবং টেস্ট ক্রিকেটে 71.42 শতাংশ ৷
15:34 October 29
- এটি অধিনায়ক হিসেবে রোহিত শর্মার 100তম আন্তর্জাতিক ম্যাচ ৷ ফলে এই বিশেষ মাইলফলক ছোঁয়ার দিনটিকে ব্যাট হাতেও বিশেষ করে তুলতে চান রোহিত ৷
- 2020 সালের টি-20 বিশ্বকাপের পর বিরাট কোহলি ধীরে ধীরে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে আসেন ৷ সে সময় থেকেই রোহিত ভারতের পূর্ণসময়ের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ৷
15:26 October 29
- দলকে টানছেন রোহিত শর্মা ও কেএল রাহুল ৷
15:11 October 29
- আবার ওকস ৷ এবার ক্রিজ ছাড়লেন শ্রেয়স আইয়ার ৷ পরপর উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া ৷
15:10 October 29
- এবার ফিরলেন বিরাট কোহলি ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে খাতাই খুলতে পারলেন না রানমেশিন ৷ ডেভিড উইলির বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে বসলেন কোহলি ৷
14:36 October 29
- শুরুতেই আউট শুভমন গিল ৷ ক্রিস ওকসের বিষাক্ত ডেলিভারি ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গলে পঞ্জাব তনয়ের উইতেট ছিটকে দিল ৷ ব্যক্তিগত 9 রানে ক্রিজ ছাড়লেন ভারতীয় ওপেনার ৷
14:36 October 29
- আইসিসি বিশ্বকাপে প্রথমবার আগে ব্যাট করতে নামছে ভারত ৷ তবে, রোহিত শর্মা জানালেন, তিনি টস জিতলে আগে ব্যাটিং করতেন ৷ কারণ, স্কোর বোর্ডে রান তুলে, তা ডিফেন্ড করার চ্যালেঞ্জ নিতে চায় টিম ম্যানেজমেন্ট ৷
- উত্তর ভারতে এই সময় ঠান্ডা পড়তে শুরু করেছে ৷ রাতের দিকে শিশির বড় ভূমিকা নিতে পারে ৷ আর একানা স্টেডিয়ামের শুকনো উইকেটে আগে বোলিং করে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেওয়াই লক্ষ্য ইংল্যান্ডের ৷
14:34 October 29
- লখনউয়ের অটলবিহারী একানা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-ইংল্যান্ড ৷ সেই দল যাঁরা 2019 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ৷
- তবে, এই ম্যাচে ইংল্যান্ডকে হালকাভাবে নিতে রাজি নন ‘রোহিত অ্যান্ড কোম্পানি’ ৷ নিজেদের দিনে যে কোনও দলকে পর্যুদস্ত করতে সক্ষম থ্রি-লায়ন্সরা ৷