ট্রেন্টব্রিজ, 3 অগস্ট :বহু প্রতিক্ষিত টেস্ট সিরিজ় অবশেষে শুরু হতে চলেছে আগামিকাল ৷ ট্রেন্টব্রিজে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড ৷ একই সঙ্গে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সাইকেল ৷
ম্যাচের একটি বলও গড়ানোর আগে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারতীয় দল ৷ কোভিড 19-এর চোখ রাঙানি থেকে শুরু করে একাধিক চোটে জর্জরিত কোহলির টিম ইন্ডিয়া ৷
ইংল্যান্ডের মাটিতে শেষবার যখন দুই দেশ মুখোমুখি হয়েছিল, 4-1 ব্যবধানে সিরিজ় হারতে হয় ভারতকে ৷ তবে এই ফলাফল দেখে সেই সিরিজ়ে খেলার গুণমান অনুমান করা বৃথা ৷
তবে এবার কোহলির সামনে চ্যালেঞ্জ আরও বড় ৷ চোট সমস্যায় জর্জরিত দল ৷ এতটাই অবস্থা খারাপ যে দেশ থেকে সূর্যকুমার যাদব ও পৃথ্বী শকে পরিবর্ত হিসেবে ডেকে নেওয়া হয়েছে ৷ চোটের প্রথম শিকার প্রতিভামান ওপেনার শুভমন গিল ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর চোট পান কেকেআরের এই ভরসাযোগ্য ক্রিকেটার ৷ পুরো সিরিজ় থেকেই দলের বাইরে চলে যান তিনি ৷ এছাড়া স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও পেসার আবেশ খান কাউন্টি একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে চোট পান ৷
পরিবর্ত হিসেবে ডাক পেলেও নির্ধারিত সময়ে ইংল্যান্ডের বিমান ধরতে পারেননি সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ ৷ কারণ শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলে করোনা হানা ৷ বাধ্যতামূলকভাবে এইসময় কোয়ারিন্টিনে থাকতে হয় এই দুই ক্রিকেটারকে ৷ ফলে দেরি হয় ইংল্যান্ড যাওয়া ৷ তাঁরা একমাত্র তৃতীয় টেস্টের আগেই ভারতীয় দলে যোগদান করতে পারবেন ৷