পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC Women's T20 WC: ফাইনালের পথে কঠিন হার্ডলস হরমনপ্রীতদের, ভারতকে 173 রানের লক্ষ্যমাত্রা অজিদের

মুনির অর্ধশতরান এবং অধিনায়িকা মেগ ল্যানিং'য়ের ঝোড়ো ব্যাটে ভারতকে 173 রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া (Australia set 173 runs target for India in SF) ৷ গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের ৷

Etv Bharat
ভারতকে 173 রানের লক্ষ্যমাত্রা অজিদের

By

Published : Feb 23, 2023, 8:28 PM IST

Updated : Feb 23, 2023, 8:35 PM IST

কেপটাউন, 23 ফেব্রুয়ারি: দু'বছর আগে দুই ওপেনার আলিসা হিলি এবং বেথ মুনির ব্যাটে হ্য়ান্ডশেকিং দূরত্ব থেকে হাতছাড়া হয়েছিল ট্রফি ৷ দু'বছর বাদে এসে সেমিফাইনালে প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া ৷ বৃহস্পতিবার কেপটাউন নিউল্য়ান্ডসে অজি ওপেনারদ্বয়কে দ্রুত থামনো চ্যালেঞ্জ ছিল রেণুকা সিং, শিখা পাণ্ডেদের ৷ হিলি খুব একটা সুবিধে না-করতে পারলেও ফের চওড়া হল মুনির ব্যাট ৷ ওপেনারের অর্ধশতরান এবং অধিনায়িকা মেগ ল্যানিং'য়ের ঝোড়ো ব্যাটে ভারতকে বড় রানের টার্গেট দিল ক্য়াঙারুবাহিনী ৷ ফাইনালে ওঠার লক্ষ্যে ভারতের সামনে 173 রানের লক্ষ্যমাত্রা (India need 173 runs to qualify for the final) ৷

জ্বরের কারণে এদিন মেগা ম্যাচে অনিশ্চিত ছিলেন হরমনপ্রীত কৌর ৷ কিন্তু তাঁকে টস করতে দেখে আশ্বস্ত হন অনুরাগীরা ৷ কিন্তু টসভাগ্য এদিন সঙ্গ দেয়নি তাঁকে ৷ বিপক্ষের কাঁধে বড় রান চাপিয়ে দেওয়ার লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন মেগ ল্যানিং ৷ অধিনায়িকার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অর্ধশতরানের ওপেনিং জুটি গড়েন হিলি এবং মুনি ৷ ব্যক্তিগত 25 রানে রাধা যাদব স্টার্ক-পত্নীকে ফেরালেও অর্ধশতরান পূর্ণ করেন মুনি ৷ 7টি চার, একটি ছয়ে 37 বলে 54 রান আসে তাঁর ব্যাটে (Mooney scores 54 runs) ৷ দলের বড় রানের ভিত গড়ে দিয়ে যান তিনিই ৷

মুনি ফিরতে অ্যাশলে গার্ডনারের সঙ্গে জুটিতে 52 রান যোগ করেন অধিনায়িকা ল্যানিং ৷ 18 বলে ঝোড়ো 31 রান করে গার্ডনার ফিরলেও শেষ পর্যন্ত ক্রিজে রয়ে যান ল্যানিং ৷ 4টি চার, 2টি ছয়ে 34 বলে 49 রান করেন তিনি ৷ একইসঙ্গে 20 ওভারে দলের রান পৌঁছে দেন 172-এ (চার উইকেট) ৷ দু'রানে অপরাজিত থাকেন এলিস পেরি ৷ অজি ব্যাটারদের সামনে ভারতীয় বোলারদের অসহায়তার সঙ্গে এদিন যোগ হয় জঘন্য ফিল্ডিং ৷ যা অজিদের বড় রানের পথে সহায়ক হয় ৷

আরও পড়ুন:খেলছেন হরমনপ্রীত, নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

জোড়া উইকেট শিখা পান্ডের ঝুলিতে ৷ একটি করে উইকেট নেন রাধা যাদব এবং দীপ্তি শর্মা ৷ 2020 মেগা ফাইনালে 184 রান তাড়া করতে গিয়ে মাত্র 99 রানে গুটিয়া গিয়েছিল ভারত ৷

Last Updated : Feb 23, 2023, 8:35 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details