চেন্নাই, 8 অক্টোবর: মিচেল মার্শের উইকেট তুলে শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিয়েছিলেন জসপ্রীত বুমরা ৷ স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে শূন্যতেই ফিরে যান বিধ্বংসী অজি ব্যাটার ৷ তবে, সেই ধাক্কা সামলে হাফসেঞ্চুরি পার্টনারশিপ করলেন ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ ৷ 69 রানের জুটি গড়লেন দু'জনে ৷ যদিও অর্ধশতরান মাঠেই রেখে এলেন দু'জনে ৷ ওয়ার্নার করলেন 41 রান, জাদেজার ঘূর্ণিতে ঠকে গিয়ে স্মিথ ফিরলেন 46 রানে ৷
এদিন বুমরা এবং সিরাজ নিয়ন্ত্রিত বোলিং করলেও, হার্দিক পান্ডিয়া প্রথম স্পেলে 2 ওভারে 21 রান দিয়েছেন ৷ তার পরেই তাঁকে সরিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনেন রোহিত ৷ তিনি রান আটকালেও অভিজ্ঞ দুই অস্ট্রেলিয়ান ব্যাটারকে কোনও সমস্যায় ফেলতে পারেননি ৷ চেন্নাইয়ের মন্থর পিচে অনায়াসে ওভার প্রতি সাড়ে চার রানের উপরে তুলছেন ওয়ার্নার এবং স্মিথ ৷ দ্রুত উইকেট নিতে না পারলে সহজেই অস্ট্রেলিয়া আড়াইশো রানের গণ্ডি পেরিয়ে যাবে ৷ যা চিপকের উইকেটে তোলা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
অধিনায়ক রোহিত শর্মা গতকালই জানিয়েছিলেন, তাঁরা তিন স্পিনার নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন ৷ সেখানে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ প্রধান পেসার হিসেবে খেলবেন ৷ আর তিন নম্বর পেসার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ রোহিত আগেই জানিয়েছেন হার্দিককে তিনি পার্ট-টাইম বোলার হিসেবে দেখছেন না ৷ ওয়ান-চেঞ্জ হিসেবে এবং মাঝের ওভারে হার্দিক ভারতের অন্যতম বোলার ৷ সেখানেই চিপক রবিচন্দ্রন অশ্বিনের ঘরের মাঠ ৷ তাই তার থেকে বাড়তি প্রত্যাশা থাকছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের ৷