- ত্রাতা বিরাট কোহলি ও কেএল রাহুল ৷ দুই ব্যাটারের লড়াইয়েই অজি ‘বধ’ করে বিশ্বকাপের যাত্রা শুরু করল ‘মেন ইন ব্লু’ ৷ প্রাথমিক ঝটকা দিলেও এই দুই ব্যাটারকে আটকানোর অঙ্ক কিছুতেই বের করতে পারল না অস্ট্রেলিয়ার বোলাররা ৷
ICC World Cup 2023: বিরাট-রাহুলের ব্যাটে অজি ‘বধ’ ভারতের, চিপকে ঝলমলে ‘মেন ইন ব্লু’ - India
Published : Oct 8, 2023, 3:00 PM IST
|Updated : Oct 8, 2023, 10:01 PM IST
21:54 October 08
21:54 October 08
- 6 উইকেটে ম্যাচ জিতে নিল ভারত ৷
21:53 October 08
- 41 ওভার শেষে ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 195 রান ৷
21:53 October 08
- 40 ওভার শেষে ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 182 রান ৷
21:52 October 08
- 39 ওভার শেষে ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 172 রান ৷
21:50 October 08
- 38 ওভার শেষে ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 167 রান ৷
21:33 October 08
- আউট কোহলি ৷ 85 রানে ক্রিজ ছাড়লেন বিরাট ৷ হ্যাজেলউডের বলে লাবুশেনের হাতে ক্যাচ তুললেন রানমেশিন ৷
21:33 October 08
- 37 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 167 রান ৷
21:23 October 08
- 36 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 159 রান ৷
21:23 October 08
- 35 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 151 রান ৷
21:22 October 08
- 34 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 146 রান ৷
21:22 October 08
- 33 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 139 রান ৷
21:02 October 08
- 32 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 132 রান ৷
21:02 October 08
- 31 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 124 রান ৷
20:49 October 08
- 30 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 120 রান ৷
20:45 October 08
- 29 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 119 রান ৷
20:45 October 08
- 28 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 116 রান ৷
20:35 October 08
- রাহুলের অর্ধ-শতরান ৷
20:34 October 08
- 27 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 105 রান ৷
20:33 October 08
- 26 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 100 রান ৷
20:26 October 08
- দুরন্ত অর্ধ-শতরান কোহলির ৷ একশো পেরল ভারতের রান ৷
20:24 October 08
- 25 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 97 রান ৷
20:21 October 08
- 24 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 92 রান ৷
20:20 October 08
- 23 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 90 রান ৷
20:13 October 08
- 22 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 87 রান ৷
20:07 October 08
- 21 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 82 রান ৷
20:07 October 08
- বিরাট-রাহুলের ব্যাটে ম্যাচে ফিরছে ভারত ৷
20:03 October 08
- 20 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 80 রান ৷
19:57 October 08
- 19 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 73 রান ৷
19:52 October 08
- 18 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 69 রান ৷
19:48 October 08
- 17 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 56 রান ৷
19:45 October 08
- 16 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 52 রান ৷
19:38 October 08
- পঞ্চাশ পেরল ভারতের স্কোর ৷ কোহলি ব্যাট করছেন 31 রানে, রাহুলের স্কোর 32 বলে 17 রান ৷
19:37 October 08
- 15 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 49 রান ৷
19:34 October 08
- 14 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 41 রান ৷
19:28 October 08
- 13 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 38 রান ৷
19:26 October 08
- 12 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 35 রান ৷
19:21 October 08
- 11 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 33 রান ৷
19:18 October 08
- 10 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 27 রান ৷
19:13 October 08
- 9 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 26 রান ৷
19:09 October 08
- 8 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 21 রান ৷
19:02 October 08
- 7 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 20 রান ৷
18:59 October 08
- 6 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 18 রান ৷
18:57 October 08
- 5 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 12 রান ৷
18:51 October 08
- 4 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 10 রান ৷
18:44 October 08
- ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও কেএল রাহুল ৷
18:42 October 08
- ঈশান কিষাণ, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার ৷ তিন ব্যাটারের মিলিত স্কোর শূন্য ৷
18:41 October 08
- এবার ফিরলেন শ্রেয়স আইয়ার ৷ স্লো-পিচে ওভার দ্য পয়েন্ট মারতে গিয়ে ক্যাচ তুললেন আইয়ার ৷
18:38 October 08
- ঈশানের পর এবার রোহিত শর্মা ৷ মুম্বইকরকে তুলে নিলেন জোস হ্যাজেলউড ৷
18:36 October 08
- সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা ভারতের, আউট ঈশান কিষাণ ৷
18:01 October 08
- অসুস্থতার কারণে শুভমন গিল বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ৷ তাঁর বদলে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ব্যাট হাতে ঈশান কিষাণকে দেখা যাবে ৷
18:00 October 08
- 199 রানে অল-আউট অজিরা ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচ পকেটে পুরতে ভারতের চাই 200 রান ৷
17:51 October 08
- ক্রিজ ছাড়লেন অ্যাডাম জাম্পা ৷ অজি স্পিনারকে তুলে নিলেন হার্দিক পান্ডিয়া ৷
17:45 October 08
- বুমরার বলে চালিয়ে খেলতে গিয়ে আউট প্যাট কামিন্স ৷
17:44 October 08
- তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ হিটম্যানের চালেই মাত ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷ রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার দাপটেই বিধ্বস্ত হল অস্ট্রেলিয়া ৷
17:11 October 08
- 40 ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর 156 রান ৷ ক্রিজে রয়েছেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ৷
16:59 October 08
- ফের উইকেট ৷ এবার অশ্বিনের বলে ফিরলেন ক্যামেরন গ্রিন ৷
16:55 October 08
- ফের আঘাত হানলেন কুলদীপ ৷ চায়নাম্যানের দুরন্ত ডেলিভারিতে ছিটকে গেল ম্যাক্সওয়েলের স্টাম্প ৷
16:52 October 08
- 35 ওভার শেষে অজিদের স্কোর 5 উইকেট হারিয়ে 138 ৷
16:26 October 08
- লাবুশেনের পর একই ওভারে জাদেজার শিকার অ্যালেক্স ক্যারি ৷ 5 উইকেট খুইয়ে অজি শিবিরে বিপর্যয় ৷
16:20 October 08
- ফের রবীন্দ্র জাদেজার ঘূর্ণির কামাল ৷ এবার জাড্ডুর শিকার লাবুসেন ৷ ব্যক্তিগত 27 রানে ক্রিজ ছাড়লেন অজি তারকা ৷ অস্ট্রেলিয়ার স্কোর 4 উইকেট হারিয়ে 119 ৷
16:09 October 08
- রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বোল্ড স্টিভ স্মিথ ৷ ব্যক্তিগত 46 রানে ক্রিজ ছাড়লেন অজি তারকা ৷ অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেট হারিয়ে 110 ৷
15:57 October 08
- 20 ওভার শেষে অজিদের স্কোর 2 উইকেট হারিয়ে 102 ৷
15:39 October 08
- 20 ওভার শেষে অজিদের স্কোর 2 উইকেট হারিয়ে 85 ৷ ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুসেন ৷
15:23 October 08
- ডেভিড ওয়ার্নারকে তুলে নিলেন কুলদীপ যাদব ৷ 41 রানের ইনিংস খেলে ক্রিজ ছাড়লেন অজিদের ব্যাটিং ভরসা ৷
14:54 October 08
- শুরুতেই মিচেল মার্শকে ফেরালেন জসপ্রীত বুমরা ৷ ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ৷
14:54 October 08
- অসুস্থতার কারণে শুভমন গিল বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই ৷ তাঁর বদলে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ব্যাট হাতে ঈশান কিষাণকে দেখা যাবে ৷
- ভারতের প্রথম একাদশ:রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেট-কিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ
14:51 October 08
- অধিনায়ক রোহিত শর্মা গতকালই জানিয়েছিলেন, তাঁরা তিন স্পিনার নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন ৷ সেখানে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ প্রধান পেসার হিসেবে খেলবেন ৷ আর তিন নম্বর পেসার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷
14:50 October 08
- ভারত আজ তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে ৷ চেন্নাইয়ের পিচে শুরু থেকেই বল ঘোরার সম্ভাবনা প্রবল ৷ দ্বিতীয় ইনিংসে পিচ আরও ভাঙার সম্ভাবনা রয়েছে ৷ সেই দিকটি মাথায় রেখে দুই অধিনায়কই আগে ব্যাটিং করতে চেয়েছিলেন ৷
- চেন্নাইয়ের শুকনো ও মন্থর উইকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৷
- প্রথম একাদশে জায়গা হল না দলের সিনিয়র পেসার মহম্মদ শামির ৷
- রবিবাসরীয় চিপকে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া ৷
14:48 October 08
- রোহিত টসে জানান, তিনিও টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন ৷ তবে, চেন্নাইয়ের পিচে ভারতের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বলে, রান তাড়া করতে সমস্যা হবে না বলে মনে করছেন রোহিত ৷
বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের এক ও দু’নম্বর দল ৷ চেন্নাইয়ের গরমের থেকেও অনেক বেশি এই ম্যাচের উত্তাপ ৷ টুর্নামেন্টের সব দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে ৷ এবার পালা রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির ৷ ম্যাচের প্রথম ইনিংস এদিন ভারতের ৷ তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ হিটম্যানের চালেই মাত ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷