বেঙ্গালুরু, 3 ডিসেম্বর: সিরিজ জেতা হয়ে গিয়েছিল গত ম্যাচেই ৷ রবিবার বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচেও অস্ট্রেলিয়াকে 6 রানে হারিয়ে সিরিজ জয়ের ব্যবধান বাড়াল ভারত ৷ 'মেন ইন ব্লু' জিতল 4-1 ব্যবধানে ৷ ভারতের দেওয়া 161 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 20 ওভারে 8 উইকেটে 154 রানে থেমে যায় অজিদের ইনিংস ৷
গার্ডেন সিটিতে টি-20 সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে সেভাবে সফল হয়নি ভারতীয় ব্যাটিং ৷ টস হেরে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 8 উইকেট হারিয়ে 160 রান তোলে 'মেন ইন ব্লু' ৷ যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়ের ব্যর্থতার দিনে ব্যাট হাতে একমাত্র সফল শ্রেয়স আইয়ার ৷ নাইট তারকার 37 বলে 53 রানের সৌজন্যে অজিদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট খাড়া করে ভারত ৷ শেষদিকে জীতেশ শর্মার 16 বলে 24 ও অক্ষর প্যাটেলের 21 বলে 31 দলের রান দেড়শো পেরোতে সাহায্য করে ৷
পাঁচ ম্যাচের সিরিজ আগেই জিতে নেওয়ায় চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ছিল কাগজে-কলমে নিয়মরক্ষার । সিরিজের শেষ ম্যাচে এদিন টস জেতেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড । বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অজিরা । বিশ্বকাপ হারের জ্বালা খানিক জুড়োতে এই আপাত নিরীহ সিরিজকেই পাখির চোখ করেছিল রোহিত-বিরাটহীন ভারত । সেই লক্ষ্যে 4-1 সিরিজ জয় ক্ষতে কিছুটা প্রলেপ ৷