আমেদাবাদ, 12 মার্চ: গতকালের দিনটা যদি হয়ে থাকে শুভমন গিলের ৷ তবে রবিবার অর্থাৎ, মোতেরা টেস্টের চতুর্থ দিনটা শুধুমাত্র বিরাট কোহলির ৷ প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন তিনি ৷ আর জোড়া সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে সুবিধাজনক জায়গায় ভারত ৷ চতুর্থদিনের শুরুতে রবীন্দ্র জাদেজার (28) উইকেট হারালেও, শ্রীকর ভরত (44)-কে সঙ্গে নিয়ে ভারতের ইনিংস টানলেন বিরাট (Virat Kohli) ৷ ভরতের সঙ্গে পঞ্চম উইকেটে 83 রানের পার্টনারশিপ করেন তিনি ৷ এই মুহূর্তে বিরাট এবং অক্ষর ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷ চা-বিরতিতে ভারত 5 উইকেট হারিয়ে 472 রান করেছে (India vs Australia 4th Test Day 4) ৷
দিনের শুরুতে উইকেটে টিকে থেকে খেলা শুরু করেন বিরাট এবং জাদেজা ৷ দু’জনে মিলে প্রথম একঘণ্টা ক্রিজে কাটিয়ে দেন ৷ কিন্তু, রবীন্দ্র জাদেজা টড মার্ফির বলে ক্যাচ আউট হন ৷ এরপর কেএস ভরতের সঙ্গে বিরাট ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ এদিন টেস্ট কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে ভরতের ইনিংস থেমে যায় ৷ 88 বলে 2টি চার ও 3টি ছয় মেরে 44 রান করেন তিনি ৷ তবে, অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের 480 রানের জবাব দিচ্ছেন বিরাট ৷