রায়পুর, 1 ডিসেম্বর: রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে দুরন্ত রিঙ্কু সিং । নীল জার্সিধারীদের নয়া ফিনিশার অর্ধ-শতরান মাঠে ফেলে এলেও রিঙ্কুর ব্যাটেই লড়াইয়ে রইল ভারত । শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ পকেটে পোরার লক্ষ্যে রানের স্কোর খাঁড়া করল 'মেন ইন ব্লু' । জশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়ের গড়ে দেওয়া ভীতে পরত দিলেন রিঙ্কু ও ডেবিউ করা জিতেশ শর্মা । চার ব্যাটারের দাপটে 20 ওভারে 174 রান তুলল 'স্কাই অ্যান্ড কোং' ।
সিরিজ জয়ের লক্ষ্যে নেমে এদিন শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার । জয়সওয়াল-রুতুরাজের ব্যাটে 50 রানের পার্টনারশিপে ভালো শুরু করেছিল ভারত । ব্যক্তিগত 37 রানে ফেরেন যশস্বী । গায়কোয়াড় ফেরেন 32 রানে । সিরিজের চতুর্থ ম্যাচে একাদশে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার । যদিও এদিন ব্যর্থ টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার । তিন নম্বরে নেমে মাত্র 8 রান করে ক্রিজ ছাড়লেন তিনি । ব্যর্থ সূর্যকুমারও । অধিনায়ক ফিরলেন 1 রানে ।
হঠাৎ ধস নামা ব্যাটিং অর্ডারের হাল ধরলেন রিঙ্কু ও জিতেশ । 46 রানের ইনিংসে দলকে খাদের কিনারা থেকে তুললেন উত্তরপ্রদেশের ব্যাটার । অভিষেক করা জিতেশের 35 রানের ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত 179 রানে পৌঁছয় দলের ইনিংস । রায়পুরে 2-1 ব্যবধানে সিরিজে এগিয়ে মাঠে নেমেছে ভারত । অর্থাৎ এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে 'মেন ইন ব্লু' ।
এদিন বিদ্যুৎ বিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয়েছে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট । লক্ষাধিক টাকা বকেয়া ৷ সেই কারণে বহুদিন আগেই স্টেডিয়ামের বিদ্য়ুৎ সংযোগ ছিন্ন করেছে সংশ্লিষ্ট দফতর ৷ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে জেনারেটরের ফ্লাডলাইটের আলোয় ৷ তবে সম্প্রতি নয়, এই স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু বছর আগেই ৷ তার কারণ ওই বিরাট অঙ্কের বকেয়া টাকা ৷ ফলে আজকের ম্যাচের জন্য অস্থায়ী সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ৷