ইন্দোর, 2 মার্চ:ইন্দোর টেস্টে দ্বিতীয় দিনে 197 রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস (India vs Australia 3rd Test) ৷ প্রথম একঘণ্টা অজিরা সামাল দিলেও, প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টায় দাপট ভারতের ৷ উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনতেই ধস নামে অজিদের ইনিংসে ৷ দু’জনেই আজ সকালে 3টি করে উইকেট নিয়েছেন ৷ ভারতের প্রথম ইনিংসের স্কোর থেকে 88 রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ৷ মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ভারত দ্বিতীয় ইনিংসে 4 ওভারে কোনও উইকেট না হারিয়ে 13 রান করেছে ৷
আজ প্রথম একঘণ্টায় পিটার হ্যান্ডসকম্ব এবং ক্যামেরন গ্রিনের রক্ষণাত্মক ব্যাটিংয়ের সামনে নির্বিষ দেখাল রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেলের বোলিং ৷ তবে, রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদবকে দু’দিক বল শুরু করতেই উইকেটের পতন শুরু হয় ৷ এদিন সকালে গতকালের 4 উইকেটে 156 রানের স্কোর থেকে শুরু করেন পিটার হ্যান্ডসকম্ব এবং ক্যামেরন গ্রিন ৷ প্রথম আধঘণ্টা মাটি আঁকড়ে পড়েছিলেন অজি ব্যাটাররা ৷ ক্রিজে সেট হয়ে যাওয়ার পর রান গতি বাড়ানোর কাজ শুরু করেন তাঁরা ৷ প্রথম এক ঘণ্টায় কোনও উইকেট না হারিয়ে 30 রান তোলেন হ্যান্ডসকম্ব-গ্রিন জুটি ৷