পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বরসাপাড়ায় রুতু 'রাজ'! রকেট রাজার ঝোড়ো সেঞ্চুরিতে রানের শিখরে ভারত - অজিদের 223 রানের টার্গেট সূর্য বাহিনীর

India vs Australia 3rd T20: অপরাজিত রুতুর 123 ৷ সূর্যকুমার যাদবের নেতৃত্বে মেন ইন ব্লু বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে তাদের সর্বোচ্চ টি-20 রান তাড়া করে জিতে সকলকে চমকে দিয়েছিল। পরের ম্যাচেও বড় রান তুলে অজিদের লক্ষ্য দেয় সূর্য বাহিনী ৷ মঙ্গলবার গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়াকে 223 রানের টার্গেট দেয় ভারত ৷ তারমধ্য়ে রুতুরাজ একাই করেছেন 123 ৷

সৌঃ বিসিসিআই এক্স
India vs Australia 3rd T20

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 9:02 PM IST

Updated : Nov 28, 2023, 9:31 PM IST

গুয়াহাটি, 28 নভেম্বর: রাজার মতো হুংকার রুতুর ৷ প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়েছে ভারত ৷ মঙ্গবার অসমের বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ৷ তাতে 20 ওভারে তিন উইকেট খুইয়ে অজিদের 223 রানের টার্গেট দেয় টিম মেন ইন ব্লু ৷ তাতে 123 রান একাই করের রুতুরাজ ৷ তাও তিনি অপরাজিত ছিলেন ৷ তিরুঅনন্তপুরমে দ্বিতীয় ম্যাচেও রুতুরাজ গায়কোয়াড় হাফসেঞ্চুরি করেছিলেন ৷ আজও দুরন্ত পারফরম্যান্সে কামাল করলেন রুতুরাজ ৷ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে তুলতে হবে লক্ষ্য 223 রান ৷

মঙ্গলবারও পুরো 20 ওভার ব্যাট করেন রুতুরাজ। এদিন 57 বলে 123 রানের ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এসছে 13টি চার এবং 7টি ছক্কা। তিনি যেভাবে ব্যাট করলেন তাতে অস্ট্রেলিয়ার বোলারেরা চিন্তায় পড়তে বাধ্য তা বলার অপেক্ষা রাখে না । শুরুতে খুব একটা আক্রমণাত্মক ব্যাটিং করেননি রুতুরাজ। পরে হাত খোলেন তিনি। এনিয় টানা তৃতীয় ম্যাচে 200 প্লাস স্কোর ভারতের। তাও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ঋতুরাজের। প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20'তে সেঞ্চুরির রেকর্ড।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বোলাররা মঙ্গলবার অতিরিক্ত 23 রান দিয়েছেন। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি রান দিয়েছেন অ্যারন হার্ডি ৷ তিনি একটি উইকোেট নিয়েছেন ৷ অন্য দু'টির মধ্যে জেসন বেহরেনডর্ফ ও কেন রিচার্ডসন একটি করে উইকেট নিয়েছেন ৷ বরসাপাড়া স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ ভারতের। গত দু-ম্যাচেই ব্যাটিং বিভাগ অনবদ্য পারফর্ম করেছে। ঈশান কিষাণ দুই ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন। গত ম্যাচে যশস্বী, ঋতুরাজ ও ঈশান-টপ থ্রি ব্যাটারই হাফসেঞ্চুরি করেছেন। আজ রান পাননি ঈশান ৷ টিম ম্যানেজমেন্ট এবং দর্শকদের আকর্ষণ রিঙ্কু সিং। শেষ দিকে অল্প সময়ের জন্য ব্যাটিং পাচ্ছেন। আর তাতেই কামাল করছেন ৷ আজ অবশ্য সে সুয়োগ পাননি তিনি ৷

আরও পড়ুন:

  1. তৃতীয় ম্যাচে টস জিতল অজিরা, সিরিজ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাট করছে 'মেন ইন ব্লু'
  2. অজিদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার!
  3. দ্বিতীয় ম্যাচে দুরমুশ অজিরা, বড় জয়ে সিরিজে ব্যবধান বাড়াল ভারত
Last Updated : Nov 28, 2023, 9:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details