গুয়াহাটি, 28 নভেম্বর: রাজার মতো হুংকার রুতুর ৷ প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়েছে ভারত ৷ মঙ্গবার অসমের বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ৷ তাতে 20 ওভারে তিন উইকেট খুইয়ে অজিদের 223 রানের টার্গেট দেয় টিম মেন ইন ব্লু ৷ তাতে 123 রান একাই করের রুতুরাজ ৷ তাও তিনি অপরাজিত ছিলেন ৷ তিরুঅনন্তপুরমে দ্বিতীয় ম্যাচেও রুতুরাজ গায়কোয়াড় হাফসেঞ্চুরি করেছিলেন ৷ আজও দুরন্ত পারফরম্যান্সে কামাল করলেন রুতুরাজ ৷ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে তুলতে হবে লক্ষ্য 223 রান ৷
মঙ্গলবারও পুরো 20 ওভার ব্যাট করেন রুতুরাজ। এদিন 57 বলে 123 রানের ইনিংস খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এসছে 13টি চার এবং 7টি ছক্কা। তিনি যেভাবে ব্যাট করলেন তাতে অস্ট্রেলিয়ার বোলারেরা চিন্তায় পড়তে বাধ্য তা বলার অপেক্ষা রাখে না । শুরুতে খুব একটা আক্রমণাত্মক ব্যাটিং করেননি রুতুরাজ। পরে হাত খোলেন তিনি। এনিয় টানা তৃতীয় ম্যাচে 200 প্লাস স্কোর ভারতের। তাও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ঋতুরাজের। প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20'তে সেঞ্চুরির রেকর্ড।