নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও 132 রানে হারিয়েছে ভারত। দিল্লিতে জিততে পারলে 2-0 এগিয়ে যাবেন রোহিত শর্মারা। নাগপুর টেস্টে টসে জেতায় কাজটা শুরুতেই সহজ হয়ে গিয়েছিল। দিল্লিতে সেটা হল না। টসে হেরে বোলিং করছেন রোহিত শর্মারা। আজ 100তম টেস্ট খেলছেন পূজারা ৷ তাই পূজারার টেস্ট স্মরণীয় করে রাখতে জিততে মরিয়া ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আরও কাছে পৌঁছে যাবেন তাঁরা। ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরেছেন ওয়ার্নার, ল্যাবুশেন, স্মিথ, ট্রেভিস, উসমান খোয়াজা ও ক্যারি (IND vs AUS 2nd Test) ৷ ক্রিজে জমে যাওয়া খোয়াজাকে ফেরালেন জাদেজা। পাশাপাশি ক্যারিকে ফিরিয়ে অজিদের বিরুদ্ধে শততম টেস্ট উইকেটের নজির অশ্বিনের ৷
ওপেন করতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজা। বল হাতে ওপেন করেছেন মহম্মদ শামি। ওপেনিং জুটিকে ভেঙেছেন এই জোরে বোলারই ৷ 15তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই আউট করেন ওয়ার্নারকে। 15 রান করে সাজঘরে ফেরেন ওয়ার্নার। 18 রান করে অশ্বিনের বলে আউট হন ল্যাবুশেন। একই ওভারে দ্বিতীয় উইকেট নেন অশ্বিন। ল্যাবুশেনের পর স্মিথ শূন্য রানে সাজঘরে ফেরেন। দুরন্ত শামির বলে ট্রেভিস হেডও ফিরেছেন প্যাভিলিয়নে। 45.5 ওভারে সেই জাদেজার বলে 81 করে রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন খোয়াজা। সেই সঙ্গে 250টি উইকেটের মাইলস্টোন ছুঁলেন জাদেজা। ওপেন করতে নেমে তিনিই দলের হাল ধরেছিলেন ৷ এরপরেই অ্যালেক্স ক্যারিকে ফেরালেন অশ্বিন। ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ল অজিরা। 55 ওভার শেষে 6টি উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার রান 190 ৷