ইন্দোর, 24 সেপ্টেম্বর: শিয়রে বিশ্বকাপ ৷ তার আগে রবিবারের পর হয়তো খানিক শান্তিতে ঘুমোতে যাবেন ভারতীয় দলের হেডস্যর রাহুল শারদ দ্রাবিড় ৷ যে ব্যাটিং লাইন-আপ নিয়ে বিশ্বকাপের আগে এত কাঁটাছেড়া, সেই ব্যাটাররাই বিশ্বকাপের ঠিক আগে যেন ভারতীয় শিবিরে এনে দিচ্ছেন স্বস্তির টাটকা বাতাস ৷ এশিয়া কাপের মঞ্চে চোট সারিয়ে প্রত্যাবর্তনেই উপস্থিতি জানান দিয়েছিলেন কেএল রাহুল ৷ তাঁর শতরানের সঙ্গী হয়েছিলেন বিরাট কোহলি ৷ আর রবিবার ইন্দোরে তৃতীয় ওয়ান-ডে সেঞ্চুরি এল শ্রেয়স আইয়ারের ব্যাটে ৷ সঙ্গী হলেন শুভমন গিল ৷ দু'য়ের বিধ্বংসী ব্যাটিং বিক্রমে সিরিজ হারের ভ্রুকুটি অজি শিবিরে ৷
শুভমন গিল ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের মধ্যেই রয়েছেন ৷ কিন্তু চিন্তা ছিল শ্রেয়সকে নিয়ে ৷ লম্বা চোট সারিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনের পর সেই অর্থে ছাপ ফেলতে পারছিলেন না নাইট দলনেতা ৷ এমনকী উদ্বেগ ছিল তিনি সম্পূর্ণ চোটমুক্ত কি না, তা নিয়েও ৷ বিশ্বকাপের ঠিক আগে শেষ প্রস্তুতি সিরিজে শ্রেয়স হয়তো জানিয়ে গেলেন বিশ্বকাপের মহামঞ্চে তাঁর উপর ভরসা করলে ঠকবে না দল ৷ জনসন, অ্যাবট, জাম্পাদের নির্মম প্রহার করে 86 বলে শতরান পূর্ণ করলেন দিল্লি ব্যাটার ৷