পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs Australia: শতরান শ্রেয়স-গিলের, ভারতের ব্যাটিং বিক্রমে বিশ্বকাপের আগে সিরিজে হারের ভ্রুকুটি অজিদের সামনে

এশিয়া কাপের মঞ্চে চোট সারিয়ে প্রত্যাবর্তনেই উপস্থিতি জানান দিয়েছিলেন কেএল রাহুল ৷ তাঁর শতরানের সঙ্গী হয়েছিলেন বিরাট কোহলি ৷ আর রবিবার ইন্দোরে সেঞ্চুরি এল শ্রেয়স আইয়ারের ব্যাটে ৷ দুই ব্যাটারের বিক্রমে সিরিজ হারের ভ্রুকুটি অজি শিবিরে ৷

India vs Australia
শতরানের পর গিল

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 4:26 PM IST

Updated : Sep 24, 2023, 4:57 PM IST

ইন্দোর, 24 সেপ্টেম্বর: শিয়রে বিশ্বকাপ ৷ তার আগে রবিবারের পর হয়তো খানিক শান্তিতে ঘুমোতে যাবেন ভারতীয় দলের হেডস্যর রাহুল শারদ দ্রাবিড় ৷ যে ব্যাটিং লাইন-আপ নিয়ে বিশ্বকাপের আগে এত কাঁটাছেড়া, সেই ব্যাটাররাই বিশ্বকাপের ঠিক আগে যেন ভারতীয় শিবিরে এনে দিচ্ছেন স্বস্তির টাটকা বাতাস ৷ এশিয়া কাপের মঞ্চে চোট সারিয়ে প্রত্যাবর্তনেই উপস্থিতি জানান দিয়েছিলেন কেএল রাহুল ৷ তাঁর শতরানের সঙ্গী হয়েছিলেন বিরাট কোহলি ৷ আর রবিবার ইন্দোরে তৃতীয় ওয়ান-ডে সেঞ্চুরি এল শ্রেয়স আইয়ারের ব্যাটে ৷ সঙ্গী হলেন শুভমন গিল ৷ দু'য়ের বিধ্বংসী ব্যাটিং বিক্রমে সিরিজ হারের ভ্রুকুটি অজি শিবিরে ৷

শুভমন গিল ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের মধ্যেই রয়েছেন ৷ কিন্তু চিন্তা ছিল শ্রেয়সকে নিয়ে ৷ লম্বা চোট সারিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনের পর সেই অর্থে ছাপ ফেলতে পারছিলেন না নাইট দলনেতা ৷ এমনকী উদ্বেগ ছিল তিনি সম্পূর্ণ চোটমুক্ত কি না, তা নিয়েও ৷ বিশ্বকাপের ঠিক আগে শেষ প্রস্তুতি সিরিজে শ্রেয়স হয়তো জানিয়ে গেলেন বিশ্বকাপের মহামঞ্চে তাঁর উপর ভরসা করলে ঠকবে না দল ৷ জনসন, অ্যাবট, জাম্পাদের নির্মম প্রহার করে 86 বলে শতরান পূর্ণ করলেন দিল্লি ব্যাটার ৷

যদিও শতরানের পর লম্বা হল না তিনে ব্যাট করতে নামা শ্রেয়সের ইনিংস ৷ 90 বলে 105 রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷ যাওয়ার আগে মেরে গেলেন 11টি চার, 3টি ছয় ৷ সবচেয়ে বড় কথা আউট হওয়ার আগে বুঝিয়ে গেলেন সুযোগ পেলে তিনিও প্রস্তুত ৷

আরও পড়ুন:শুরুতেই চমক, এশিয়ান গেমসে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা; বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

অন্যদিকে ধারাবাহিকভাবে রানের মধ্যে থাকা গিল আপাত দুর্বল অজি বোলিং লাইন-আপের আগে বাড়িয়ে নিলেন ওডিআই শতরানের সংখ্যা ৷ 92 বলে এদিন ষষ্ঠ ওডিআই সেঞ্চুরি এল শুভমানের ব্যাটে ৷ লম্বা হল না পঞ্জাব ব্যাটারের ইনিংসও ৷ 97 বলে 104 রান করে ফিরলেন ভারতীয় ওপেনার ৷ 36তম ওভারে আড়াইশোর গণ্ডি পেরল ভারত ৷ প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে জুটিতে 200 রান যোগ করেন শ্রেয়স-গিল ৷

Last Updated : Sep 24, 2023, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details