পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs AUS 4th Test: জাদেজাকে সঙ্গী করে অজিদের রান টপকানোর লড়াই বিরাটের - IND vs AUS 4th Test

আমেদাবাদ টেস্ট জিতলেই সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যেত ভারত । কিন্তু মোতেরার ভাবগতিক বলছে টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি । তৃতীয় দিনের শেষে রোহিত অ্য়ান্ড কোং'য়ের স্কোর 3 উইকেটে 289 । এখনও 191 রানে পিছিয়ে ভারত (India trail by 191 runs in first innings) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 11, 2023, 6:07 PM IST

আমেদাবাদ, 11 মার্চ: চাপের মুখে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় ব্যাটাররা । শুভমন গিলের শতরানের পর এবার অর্ধশতরান এল বিরাট কোহলির ব্যাট থেকে । তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর 3 উইকেট হারিয়ে 289 । এখনও 191 রানে পিছিয়ে ভারত (India trail by 191 runs in first innings) । অজিদের রানের পাহাড় পেরতে চতুর্থদিনে ভরসা কোহলি-জাদেজার ব্যাট । ব্যক্তিগত 59 রানে বাইশ গজে রয়েছেন বিরাট । এই নিয়ে 29 বার অর্ধ-শতরানের গণ্ডি পার করলেন কোহলি । তাঁর সঙ্গে 16 রানে খেলছেন রবীন্দ্র জাদেজা (India vs Australia Ahmedabad Test) ।

ইন্দোর টেস্টে ভরাডুবির পর মোতেরাতেও প্রথমে বল হাতে চাপে পড়ে গিয়েছিল রোহিত অ্যান্ড কোং । দলকে ম্য়াচে ফেরাতে ভরসা ছিলেন ব্যাটাররাই । রোহিত বড় রান করতে না-পারলেও ফের নিজের জাত চেনালেন গিল । এই নিয়ে দ্বিতীয়বার ক্রিকেটের সবচেয়ে কুলীন ফরম্য়াটে তিন অঙ্কের গণ্ডি পার করল পঞ্জাব তনয়ের ব্যাট । যদিও শেষ পর্যন্ত নাথান লায়নের ঘূর্ণিতে পরাস্ত হয়ে প্যাভিলিয়নের পথ দেখতে হয় তাঁকে । ব্যক্তিগত 128 রানের মাথায় ক্রিজ ছাড়েন শুভমন (Shubman Gill scored 2nd ton in Test) ।

হোলকার স্টেডিয়ামে হেরে কঠিন হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তাটা । এই অবস্থায় শেষ টেস্ট জিতলে সরাসরি ফাইনালে চলে যেত ভারত । ম্যাচ ড্র হলে বা রোহিতরা হেরে গেলে নির্ভর করতে হবে শ্রীলঙ্কার উপর । আমেদাবাদ টেস্টের ভাবগতিক বলছে, ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি । ফলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিতদের । হেগলে ওভালে প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই চললেও অ্যাডভান্টেজ নিউজিল্য়ান্ড । টিম সাউদির দল এই ম্যাচ জিতলে বা ম্যাচ ড্র হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত ।

আরও পড়ুন: মোতেরায় দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন গিল, অজিদের চোখে চোখ রেখে লড়ছে ভারত

ABOUT THE AUTHOR

...view details