সিডনি, 6 ডিসেম্বর : আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্য়ে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে এক নম্বরে উঠে এলেন যুজবেন্দ্র চহাল ৷ রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্য়াচে 51 রান দিয়ে 1 উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্য়ে যুগ্মভাবে এক নম্বরে উঠে এলেন তিনি ৷
তাঁর সঙ্গে এই তালিকায় রয়েছে ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা ৷ চহাল এবং বুমরা দু’জনের আন্তর্জাতিক টি-20তে উইকেট সংখ্য়া 59 । তবে, ম্য়াচের হিসেবে অনেকটাই এগিয়ে লেগ স্পিনার ৷ তিনি 44 ম্য়াচ খেলে 59 উইকেট নিয়েছেন ৷ সেখানে বুমরা 50 ম্য়াচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ তবে, ওয়ান’ডে সিরিজ়ে খেললেও, টি-20 সিরিজ়ে বুমরাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট ৷ ফলে যুজবেন্দ্র চহালের উইকেট শিকারের তালিকায় এক নম্বরে আসাটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল ৷