অ্যাডিলেড, 20 ডিসেম্বর : অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জার হার ভারতের । 36 রানেই গুটিয়ে যায় ভারতীয় ব্যাটিং । উঠছে সমালোচনার ঝড় । এরই মধ্যে দলের মনোবল চাঙ্গা করতে উদ্যোগী ক্যাপ্টেন বিরাট । এই ধরনের ব্যাটিং ধস যাতে আগামীদিনে আর না হয়, সেজন্য দলগত লক্ষ্যের পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের ব্যক্তিগত লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা নিয়েও এগিয়ে আসার জন্য বলেন তিনি ।
গতকালের এই লজ্জাজনক ব্যাটিং প্রদর্শনের জন্য বিরাট কোনও একজনকে দায়ি করছেন না । বরং তিনি দায়ি করছেন দলের সকলের অভিপ্রায়ের অভাবকে । ক্রিকেট একটি দলগত খেলা । তবে চাপের মুখে প্রত্যেক ব্যাটসম্যানের ব্যক্তিগত মানসিকতা, তাঁর উপর থেকে চাপ কমাতে অনেকটাই সাহায্য করে বলে মনে করছেন বিরাট ।