পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতীয় বোলারদের ফাঁদে পা দিয়েছিলেন অজি ব্যাটসম্যানরা, স্বীকার লাবুশানের

ভারতীয় বোলারদের পারফরমেন্স ফিল্ড প্লেসিংয়ের উপর নির্ভর করেই হয়েছে বলে মত প্রকাশ করেছেন লাবুশানে। আর এই কারণেই তিনি মনে করেন যে ভারতীয় বোলারদের ফাঁদে তাঁরা পা দিয়েছিলেন। পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন যে পেস ও স্পিন, কোনওভাবেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভারতীয় মোকাবিলা করতে পারেননি।

we-have-fallen-into-indias-trap-few-times-admits-labuschagne
ভারতীয় বোলারদের ফাঁদে পা দিয়েছিলেন অজি ব্যাটসম্যানরা, স্বীকার লাবুশানের

By

Published : Jan 1, 2021, 12:38 PM IST

মেলবোর্ন, 1 জানুয়ারি: অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফাঁদে ফেলতে সফল হয়েছেন ভারতীয় বোলাররা। মেনে নিলেন অজি ব্যাটসম্যান মারুনস লাবুশানে। 26 বছর বয়সী এই ব্যাটসম্যান এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো ফর্মে রয়েছেন। তাঁর মতে ভারতীয় বোলারদের ভালো পারফর্ম করার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলা এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ছিল অ্যাডিলেডে। সেখানে ভারতীয় ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে অল আউট হয়ে যায়। যদিও তার আগে প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের পারফরমেন্স খারাপ ছিল না। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র 191 রানে অল আউট হয়ে যায়। মেলবোর্নেও দুই ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর যথাক্রমে 195 ও 200। আর এই তিন ইনিংসে অশ্বিনের ঝুলিতে রয়েছে 10টি উইকেট।

আরও পড়ুন:অভিমণ্যু ঈশ্বরনকে সরিয়ে বাংলা দলের নেতৃত্বে অনুস্টুপ

অশ্বিনের এই পারফরমেন্স প্রসঙ্গে এক ভার্চুয়াল কনফারেন্সে লাবুশানে বলেছেন, "এই সিরিজের আগে আমি অশ্বিনের মুখোমুখি এভাবে কখনও হইনি। রবি নিশ্চয় নির্দিষ্ট পরিকল্পনা করেই অস্ট্রেলিয়ায় এসেছে।" ভারতীয় বোলারদের পারফরমেন্স ফিল্ড প্লেসিংয়ের উপর নির্ভর করেই হয়েছে বলে মত প্রকাশ করেছেন লাবুশানে। আর এই কারণেই তিনি মনে করেন যে ভারতীয় বোলারদের ফাঁদে তাঁরা পা দিয়েছিলেন। পাশাপাশি তিনি স্বীকার করে নিয়েছেন যে পেস ও স্পিন, কোনওভাবেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভারতীয় মোকাবিলা করতে পারেননি।

ABOUT THE AUTHOR

...view details