পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জাতীয় সংগীত গাওয়ার সময় আবেগপ্রবণ সিরাজ - বর্ডার গাভাসকর সিরিজ়ের তৃতীয় টেস্ট

26 বছরের সিরাজ বক্সিং ডে টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ৷ প্রথম ম্যাচেই 5 উইকেট তুলে নেন তিনি ৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত 8 উইকেটে ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরায় ৷

আবেগপ্রবণ সিরাজ
আবেগপ্রবণ সিরাজ

By

Published : Jan 7, 2021, 7:02 PM IST

সিডনি, 7 জানুয়ারি : বর্ডার গাভাসকর সিরিজ়ের তৃতীয় টেস্ট শুরুর আগে জাতীয় সংগীত গাওয়ার সময় মহম্মদ সিরাজের চোখে জল ৷ ভারতীয় ক্রিকেটারের এই আবেগের সাক্ষী থাকল সিডনি ক্রিকেট গ্রাউন্ড ৷ তবে নিজের আবেগ চেপে রাখার চেষ্টা করেছিলেন সিরাজ ৷ কিন্তু ব্যর্থ হন ৷ পরে তাঁকে দুই হাত দিয়ে চোখের জল মুছতে দেখা যায় ৷ সেই আবেগের ভিডিয়ো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে প্রকাশ করে ৷

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফর এই ঘটনায় আপ্লুত ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘ যদিও ওখানে খুব কম লোক ছিল তোমাকে উৎসাহ দেওয়ার জন্য ৷ তবে ভারতের হয়ে খেলার জন্য এর থেকে ভালো উৎসাহ আর কিছু হতে পারে না ৷ যেমন এক কিংবদন্তি একবার বলেছিলেন, ‘তুমি দর্শকের জন্য খেলো না, তুমি দেশের জন্য খেলো’ ৷’’

26 বছরের সিরাজ বক্সিং ডে টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ৷ প্রথম ম্যাচেই 5 উইকেট তুলে নেন তিনি ৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত 8 উইকেটে ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরায় ৷

আরও পড়ুন :- বৃষ্টি বিঘ্নিত সিডনি টেস্টের প্রথম দিনে ভালো শুরু অস্ট্রেলিয়ার

অথচ এই টেস্ট সিরিজ় শুরুর আগেই নিজের বাবাকে হারান সিরাজ ৷ বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে দেশে ফিরে আসার অনুমতি দেয় ৷ তবে দেশে না ফিরে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ কারণ তিনি তাঁর বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন ৷ সিরাজের বাবা তাঁকে ভারতীয় দলের জার্সি পরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখতে চেয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details