মেলবোর্ন, 26 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টে প্রথম দিনেই ভারতীয় বোলারদের দাপট ৷ মাত্র 195 রানে শেষ অজ়ি ইনিংস ৷ একইসঙ্গে অজিঙ্কা রাহানে উপহার দিলেন দুরন্ত ক্যাপ্টেন্সি ৷ রাহানের এমন অধিনায়কত্বে মুগ্ধ ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ৷
প্রথম দিনের খেলার শেষ টুইট করেন লক্ষ্মণ ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ ভারত একটি দারুন দিন কাটাল ৷ ফের দুরন্ত বোলিং বোলারদের ৷ দুই অভিষেককারীও ভালো খেলল ৷ রাহানেও দলকে দারুণভাবে পরিচলনা করলেন ৷ সবথেকে বড় কথা, অ্যাডিলেডের লজ্জার হার ভুলে এগিয়ে এল ভারত ৷’’
দিন-রাতের ম্যাচে অ্যাডিলেড ওভালে 8 উইকেটে হারে ভারত ৷ মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা ভারতের সর্বনিম্ন স্কোর ৷