পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাহানের প্রশংসায় লক্ষ্মণ-ওয়ার্ন - রাহানের অধিনায়কত্বের প্রশংসা ওয়ার্নের

দিন-রাতের ম্যাচে অ্যাডিলেড ওভালে 8 উইকেটে হারে ভারত ৷ মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা ভারতের সর্বনিম্ন স্কোর ৷

রাহানের অধিনায়কত্বের প্রশংসা লক্ষ্মণ ও ওয়ার্নের
রাহানের অধিনায়কত্বের প্রশংসা লক্ষ্মণ ও ওয়ার্নের

By

Published : Dec 26, 2020, 6:15 PM IST

মেলবোর্ন, 26 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টে প্রথম দিনেই ভারতীয় বোলারদের দাপট ৷ মাত্র 195 রানে শেষ অজ়ি ইনিংস ৷ একইসঙ্গে অজিঙ্কা রাহানে উপহার দিলেন দুরন্ত ক্যাপ্টেন্সি ৷ রাহানের এমন অধিনায়কত্বে মুগ্ধ ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ৷

প্রথম দিনের খেলার শেষ টুইট করেন লক্ষ্মণ ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ ভারত একটি দারুন দিন কাটাল ৷ ফের দুরন্ত বোলিং বোলারদের ৷ দুই অভিষেককারীও ভালো খেলল ৷ রাহানেও দলকে দারুণভাবে পরিচলনা করলেন ৷ সবথেকে বড় কথা, অ্যাডিলেডের লজ্জার হার ভুলে এগিয়ে এল ভারত ৷’’

দিন-রাতের ম্যাচে অ্যাডিলেড ওভালে 8 উইকেটে হারে ভারত ৷ মাত্র 36 রানেই শেষ হয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ ৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা ভারতের সর্বনিম্ন স্কোর ৷

মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই জসপ্রীত বুমরার নেতৃত্বে দুরন্ত বোলিং পারফরমেরন্স তুলে ধরেন বোলাররা ৷ জসপ্রীত বুমরা 56 রানের বিনিময়ে 4টি উইকেট নেন ৷ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নেন 3টি উইকেট ৷ তিনি খরচ করেন মাত্র 35 রান ৷

অভিষেককারী মহম্মদ সিরাজ 40 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট ৷ অন্যদিকে জাদেজা তুলে নেন একটি উইকেট ৷

আরও পড়ুন :- 2020-তে না ফেরার দেশে ক্রীড়াদুত্যিরা

রাহানের প্রশংসা শোনা যায় কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের গলাতেও ৷ ওয়ার্ন বলেন, ‘‘ আজ এমসিজিতে একটি দারুণ খেলা হল ৷ দীর্ঘদিন ধরে এমসিজিতে এমন ভালো উইকেট বানানোর জন্য গ্রাউন্ড স্টাফদের ধন্যবাদ ৷ ভারতীয় বোলাররা অসাধারণ ৷ অজিঙ্কা রাহানেও দুরন্ত অধিনায়কত্ব করলেন ৷’’

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details