পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাহানের হাতে ব্যাটন দিয়ে পিতৃত্বকালীন ছুটিতে বিরাট - অস্ট্রেলিয়া সফরে ভারত

অস্ট্রেলিয়ায় চার ম্যাচের সিরিজ খেলছে ভারত। প্রথম গোলাপী বলের টেস্ট হয়ে গিয়েছে অ্যাডিলেডে। সেখানে ভারতের লজ্জাজনক পরাজয় হয়েছে। ভারতের পরের টেস্ট মেলবোর্নে। সেখানে অবশ্য বিরাটের পরিবর্ত রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। রোহিত খেলবে শেষ দুটি টেস্ট ম্যাচে।

virat kohli leaves australia for his paternity leave
রাহানের হাতে ব্যাটন দিয়ে পিতৃত্বকালীন ছুটিতে বিরাট

By

Published : Dec 22, 2020, 5:55 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: অজিঙ্কে রাহানের হাতে দলের নেতৃত্বভার তুলে দিয়ে অস্ট্রেলিয়া ছাড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচ খেললেও বাকি ম্যাচগুলি কোহলি খেলবেন না। তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। মঙ্গলবার সকালে সেই কারণেই অস্ট্রেলিয়া ছাড়লেন তিনি। সিরিজের বাকি ম্যাচগুলিতে নেতৃত্ব দেবেন রাহানে।

এদিন অস্ট্রেলিয়া ছাড়ার আগে কোহলি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। দলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। আরও ভালো খেলার জন্য উদ্বুব্ধ করেন।

অস্ট্রেলিয়ায় চার ম্যাচের সিরিজ খেলছে ভারত। প্রথম গোলাপী বলের টেস্ট হয়ে গিয়েছে অ্যাডিলেডে। সেখানে ভারতের লজ্জাজনক পরাজয় হয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র 36 রানে অল আউট হয়ে যায়। তার পর থেকে স্বাভাবিকভাবেই দলের মনোবল ভেঙে পড়েছে।

ভারতের পরের টেস্ট মেলবোর্নে। সেখানে অবশ্য বিরাটের পরিবর্ত রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। রোহিত খেলবে শেষ দুটি টেস্ট ম্যাচে। সেই কারণেই রোহিত ইতিমধ্যে সিডনি পৌঁছে গিয়েছেন। আপাতত সেখানেই তিনি কোয়ারানটাইন হয়ে রয়েছেন। তাঁর সঙ্গে ভারতীয় বোর্ড ও টিম ম্যানেজমেন্ট যোগাযোগ রেখে চলেছে। সেখানে নিজেকে ফিট রাখারও চেষ্টা করছেন ভারতের একদিনের ক্রিকেট দলের সহ অধিনায়ক।

আরও পড়ুন:টেস্টে 1 নম্বরে থাকা স্মিথের আরও কাছে বিরাট

এদিকে সিডনিতে নতুন করে কোরোনার সংক্রমণ ছড়াচ্ছে। তা সত্ত্বেও সেখানে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ হবে। যা শুরু হওয়ার কথা পরের বছর জানুয়ারির 7 তারিখ। এই সফরে ভারতের শেষ টেস্ট জানুয়ারির 15 তারিখ থেকে শুরু ব্রিসবেনে।

ABOUT THE AUTHOR

...view details