অ্যাডিলেড, 17 ডিসেম্বর : অ্যাডিলেড ওভাল ৷ ভারত অধিনায়ক বিরাট কোহলির পছন্দের গ্রাউন্ড ৷ এই স্টেডিয়ামেই কিং কোহলির টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন ৷ অ্যাডিলেড ওভালে আজ 74 রানের ইনিংস খেলেন বিরাট ৷ সেই সঙ্গে এই গ্রাউন্ডে মোট 505 রান করলেন ৷
এই ম্যাচে নামার আগে এই গ্রাউন্ডে 3টি ম্যাচে 3টি শতরান ছিল বিরাটের ৷ যতবার এই স্টেডিয়ামে অর্ধশতরান করেছেন, তিনি তা শতরানে পরিণত করেছেন ৷ বৃহস্পতিবারও সেই দিকেই এগোচ্ছিলেন বিরাট কোহলি ৷ তবে 74 রানে করে রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে ৷
রাহানের সঙ্গে 88 রানের পার্টনারশিপ গড়েন বিরাট ৷ যদিও তাঁর আগে পূজারার সঙ্গেও পার্টনারশিপ গড়েন তিনি ৷ এবং শুরুর ধাক্কা সামলে দলকে স্থিরতা দেন কোহলি ৷