পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দিন-রাতের টেস্টের আগে বিরাটদের পরামর্শ সচিনের - বিরাটদের জন্য উপদেশ দিলেন সচিন তেন্ডুলকর

সচিন বলছেন, প্রথম সেশনে ভারতকে ভালো ব্যাটিং করতে হবে, কারণ গোধূলির সময় গোলাপি বলে ব্যাটিং করা একটু কঠিন ৷ কারণ ওই সময় গোলাপি বলের মুভমেন্ট বেড়ে যায় ৷

সচিনের উপদেশ পেল বিরাটরা
সচিনের উপদেশ পেল বিরাটরা

By

Published : Dec 16, 2020, 8:26 PM IST

দিল্লি, 16 ডিসেম্বর : বহু প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর সিরিজ় শুরু হতে চলেছে বৃহস্পতিবার ৷ গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়ে অ্যাডিলেড ওভালে সিরিজ় শুরু হতে চলেছে ৷ ম্যাচ শুরুর 24 ঘণ্টা আগে ভারতীয় দল পেল মাস্টার ব্লাস্টারের পেপ টক ৷ বিরাটদের পরামর্শ দিলেন সচিন তেন্ডুলকর ৷

একটি সংবাদমাধ্যমে কথা বলার সময় সচিন বলেন, দিনরাতের টেস্টে ব্যাটিং করার সময় ভারতীয় দলকে একটু আলাদাভাবে চিন্তাভাবনা করতে হবে ৷ সচিন তাঁর পর্যবেক্ষণ থেকে বলেছেন ভারতীয়দের প্রথম সেশনে বেশি শট মারার প্রয়াস করা উচিত ৷

সচিন বলছেন, প্রথম সেশনে ভারতকে ভালো ব্যাটিং করতে হবে, কারণ গোধূলির সময় গোলাপি বলে ব্যাটিং করা একটু কঠিন ৷ কারণ ওই সময় গোলাপি বলের মুভমেন্ট বেড়ে যায় ৷ আগেও দেখা গেছে গোধূলির সময় দলগুলি ইনিংস ডিক্লেয়ার করেছে ৷ এবং প্রতিপক্ষের টপ অর্ডারকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে ৷ সচিন বলছেন ভারতের যদি সুযোগ থাকে তাহলে তাঁদেরও এই রাস্তাই অনুসরণ করা উচিত ৷

আরও পড়ুন:- রাহানের উপর অধিনায়কত্বের কোনও চাপ নেই : গাভাসকর

সচিন বলেন, ‘‘গোলাপি বলের টেস্টে আমি যা দেখেছি, তোমাকে ঘড়ি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে ৷ যখন সূর্য অস্ত যাবে, তাপমাত্রা কমবে এবং ঘাসে শিশির বিন্দু আটকে যাওয়ার আগে বলের মুভমেন্ট অনেকটা বেড়ে যায় ৷ এই সময় শুধুমাত্র বোলারদের নয়, পরিবেশকেও সম্মান দিতে হবে ৷’’

তিনি আরও বলেন, ‘‘দ্বিতীয় সেশনের শেষ ও তৃতীয় সেশনের শুরুর সময় বলের মুভমেন্ট বেশি থাকবে ৷ এই সময় তোমাকে আরও বেশি ডিসিপ্লিন মেনটেন করতে হবে ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details