পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তৃতীয় টেস্টের দল ঘোষণা ভারতের, অভিষেক হচ্ছে সাইনির - Australia

তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত । এই ম্যাচে অভিষেক হতে চলেছে নভদীপ সাইনি। উমেশ যাদব চোট পেয়েছিলেন মেলবোর্নের দ্বিতীয় টেস্টে । তারপর তিনি সিরিজ় থেকে ছিটকে যান । তাঁর জায়গাতেই দলে জায়গা পেলেন সাইনি ।

Team India's Playing XI for the 3rd Test against Australia
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দল ঘোষণা ভারতের, অভিষেক হচ্ছে সাইনির

By

Published : Jan 6, 2021, 1:03 PM IST

Updated : Jan 6, 2021, 1:31 PM IST

সিডনি, 6 জানুয়ারি : তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত । এই ম্যাচে অভিষেক হতে চলেছে নভদীপ সাইনি । উমেশ যাদব চোট পেয়েছিলেন মেলবোর্নের দ্বিতীয় টেস্টে । তারপর তিনি সিরিজ় থেকে ছিটকে যান । তাঁর জায়গাতেই দলে জায়গা পেলেন সাইনি ।

সিডনিতে তৃতীয় টেস্টে ভারতীয় দল হল - অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ় ও নভদীপ সাইনি।

এবার অস্ট্রেলিয়ায় চার ম্যাচের সিরিজ় খেলছে ভারত । প্রথম টেস্ট হয় অ্যাডিলেডে । সেখানে লজ্জাজনক ভাবে হারতে হয় ভারতকে । মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অবশ্য ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া । ফলে সিরিজ়ের ফল এখন 1-1। তাই সিডনিতে তৃতীয় টেস্টে ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় খেলোয়াড়রা ।

এবারের ভারতীয় দল সিরিজ়ের শুরু থেকে একাধিক বদল করেছে। প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন বিরাট কোহলি। তাঁর জায়গায় নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কা রাহানে। বিরাটের বদলি হিসেবে তৃতীয় টেস্টে মাঠে নামছেন রোহিত শর্মা। তিনিই এই ম্যাচের সহ অধিনায়ক। তাঁকে দলে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ।

আরও পড়ুন :আরও একদিন হাসপাতালে সৌরভ

এদিকে সিরিজ়ের প্রথম টেস্টের পর চোটের জন্য বাদ যান মহম্মদ শামি । তাঁর জায়গায় মেলবোর্নে টেস্ট অভিষেক ঘটে মহম্মদ সিরাজ়ের। তিনি ভালো পারফর্ম করেন। দ্বিতীয় টেস্টে চোটের জন্য উমেশ যাদব বাদ পড়ে গিয়েছেন। সেই জায়গায় অভিষেক হচ্ছে নভদীপ সাইনির ।

Last Updated : Jan 6, 2021, 1:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details