সিডনি, 6 জানুয়ারি : তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত । এই ম্যাচে অভিষেক হতে চলেছে নভদীপ সাইনি । উমেশ যাদব চোট পেয়েছিলেন মেলবোর্নের দ্বিতীয় টেস্টে । তারপর তিনি সিরিজ় থেকে ছিটকে যান । তাঁর জায়গাতেই দলে জায়গা পেলেন সাইনি ।
সিডনিতে তৃতীয় টেস্টে ভারতীয় দল হল - অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ় ও নভদীপ সাইনি।
এবার অস্ট্রেলিয়ায় চার ম্যাচের সিরিজ় খেলছে ভারত । প্রথম টেস্ট হয় অ্যাডিলেডে । সেখানে লজ্জাজনক ভাবে হারতে হয় ভারতকে । মেলবোর্নে দ্বিতীয় টেস্টে অবশ্য ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া । ফলে সিরিজ়ের ফল এখন 1-1। তাই সিডনিতে তৃতীয় টেস্টে ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় খেলোয়াড়রা ।