পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সিডনি পৌঁছালেন বিরাটরা - সিডনি ক্রিকেট গ্রাউন্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পর বুধবার রাতেই দুবাই থেকে অস্ট্রেলিয়াগামী বিমান ধরেন ক্রিকেটাররা ৷ ভারতীয় ক্রিকেটারদের জন্য ছিল বিশেষভাবে ডিজ়াইন করা PPE কিট ও মাস্ক ৷

বিরাট কোহলি
বিরাট কোহলি

By

Published : Nov 12, 2020, 10:54 PM IST

সিডনি, 12 নভেম্বর : সিডনি পৌঁছে গেল ভারতীয় দল ৷ বৃহস্পতিবার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা ৷ 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচ ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পর বুধবার রাতেই দুবাই থেকে অস্ট্রেলিয়াগামী বিমান ধরেন ক্রিকেটাররা ৷ ভারতীয় ক্রিকেটারদের জন্য ছিল বিশেষভাবে ডিজ়াইন করা PPE কিট ও মাস্ক ৷ তবে শুধু ভারতীয় ক্রিকেটারাই নয় একই সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন IPL-এ অংশ নেওয়া অজ়ি ক্রিকেটারার ৷ স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারাও পৌঁছে গেলেন দেশে ৷ এরপর ক্রিকেটারদের বাধ্যতামূলক 2 সপ্তাহের কোয়ারানটিনে থাকতে হবে ৷

ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে কোহলিদের অস্ট্রেলিয়া সফর ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচ 27 নভেম্বর ৷ দ্বিতীয় ম্যাচ একই স্টেডিয়ামে তার দুই দিন পর অর্থাৎ 29 নভেম্বর ৷ ক্যানবেরাতে 2 ডিসেম্বর ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজ় শেষ হবে ৷

তারপরই তিন ম্যাচের টি-20 সিরিজ় খেলবে কোহলিরা ৷ 4 ডিসেম্বর প্রথম ম্যাচ হবে ক্যানবেরাতে ৷ দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৷

বর্ডার গাভাসকর ট্রফি শুরু হবে অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন রাতের ম্যাচ দিয়ে ৷ 17 ডিসেম্বর প্রথম টেস্ট শুরু ৷ এর পরের ম্যাচগুলি যথাক্রমে 26 ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, 7 জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ও 15 জানুয়ারি গাব্বায় ৷

ABOUT THE AUTHOR

...view details