সিডনি, 11 জানুয়ারি : লড়াইটা মোটেও সহজ ছিল না । শেষ দিনে 309 রান তাড়া করাটা যথেষ্টই চাপের ছিল চোটে জর্জরিত ভারতের জন্য । শুরুটা মোটেই ভালো ছিল না ভারতের জন্য । দিনের দ্বিতীয় ওভারেই আউট হন অধিনায়ক অজিঙ্ক রাহানে । রাহানের পর ক্রিজ়ে আসেন পন্থ ।
হনুমা বিহারীর আগে পন্থকে নামানোয় অনেকেই বেশ অবাক হয়েছিলেন । কিন্তু ম্যানেজমেন্টের ভরসার দাম দেন ঋষভ । আজকের পন্থের ব্যাটিং কিন্তু বাকি ইনিংসগুলির মতো একেবারেই ছিল না । অনেকটা সময় নিয়ে খেলেছেন তিনি । প্রথম 7 রান তুলতে সময় নেন 36 বল ।
চোখ-পা-ব্যাট সবকিছু ছন্দে আসার জন্য সময় দেন নিজেকে । এরপরই গিয়ার বদল করেন । আবার সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দেখা যায় তাঁকে । 36 বলে 7 রান থেকে 64 বলে 50 রান । দেখে বোঝার উপায় নেই এই ম্যাচেই চোট পেয়েছেন তিনি । যতক্ষণ পন্থ ক্রিজ়ে ছিলেন, একবারের জন্য মনে হয়নি এই ম্যাচে ভারতের জয় ছাড়া আর দ্বিতীয় কোনও ফলাফল আসতে পারে । কিন্তু 97 রান করে লিয়নের বলে আউট হন তিনি । কিছু সময় পর প্যাভিলিয়নে ফেরত যান পূজারা ।