মেলবোর্ন, ২৮ ডিসেম্বর:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হারতে হয়েছিল বিরাট কোহলির ভারতকে । প্রথম ম্যাচের পর বিরাট দেশে ফিরে আসায় দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্কে রাহানে। আর সেই ম্যাচে নায়কোচিত ইনিংস খেলে সেঞ্চুরি করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নের এই ইনিংসের থেকেও লর্ডসের সেঞ্চুরিকে এগিয়ে রাখছেন রাহানে।
সোমবার দিনের খেলার শেষে রাহানে বলেন, "সেঞ্চুরি পাওয়া সবসময়ই সত্যিই খুব স্পেশাল। কিন্তু তার পরও মনে করি ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে করা সেঞ্চুরিটাই সেরা।" 2014 সালে 131 রানের ওই ইনিংসটি খেলেছিলেন রাহানে। আর অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্টে তাঁর তিনি করেন 112।