দুবাই, 6 নভেম্বর : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করেই অস্ট্রেলিয়ার পথে রওনা দেবে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা ৷ দিন রাতের টেস্ট ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বর্ডার গাভাসকার ট্রফি ৷
অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ৷ তাই স্লেজিং তো থাকবেই ৷ কারণ অস্ট্রেলিয়ানরা স্লেজিংকে খেলার অঙ্গ হিসেবে মনে করেন, একথা অনেক ক্রিকেট বোদ্ধাই বলে থাকেন ৷ প্রতিপক্ষের মনোবল ভাঙতে তাদের স্লেজিংয়ের জুড়ি মেলা ভার ৷
তবে কোহলিদের স্লেজিং করলে সমস্যায় পড়তে পারেন অজ়িরা ৷ এমনটাই মত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ার ৷ তাঁর মতে, কোহলিদের স্লেজিং করলে তাঁরা বেশি করে মোটিভেটেড হতে পারেন ৷ শেষবার ভারতের অস্ট্রেলিয়া সফরে স্লেজিংয়ের পথে হেঁটেছিল অস্ট্রেলিয়া ৷ এবং ফলস্বরূপ প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট জয় করে ফিরেছিল কোহলির দল ৷