মেলবোর্ন, 26 ডিসেম্বর : শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে 36 রানে থেমে গিয়েছিল ভারতীয় দল ৷ তবে বক্সিং ডে টেস্টের প্রথম দিনই বাউন্স ব্যাক ভারতীয়দের ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া ৷ ভারতীয় বোলারদের দুরন্ত পারফরমেন্সে মাত্র 195 রানেই আটকে যায় অজ়িরা ৷
তবে আকর্ষণীয়ভাবে, ঠিক 17 বছর আগে আজকের দিনই ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একাই করেছিলেন 195 রান ৷ এমনকি সেহওয়াগের বাউন্ডারি, স্ট্রাইক রেট আজকের গোটা অজ়ি দলের থেকে ভালো ছিল ৷
17 বছর আগে সেই ম্যাচে সেহওয়াগ 25টি চার ও 5টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন ৷ যেখানে টিম পেইনের দল, দলগতভাবে মাত্র 18টি চার মেরেছেন ৷ সেহওয়াগ 195 রান করেছিলেন 233 বলে ৷ অজ়িরা খেললেন 435 বল ৷