সিডনি, 11 ডিসেম্বর : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে চালকের আসনে ভারত ৷ প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে 84 রানে এগিয়ে কোহলিরা ৷
দিনরাতের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারত 194 রান বোর্ডে তুলতে সক্ষম হয় ৷ অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক ওয়াইলডারমুথ ও শন অ্যাবট 3টি করে উইকেট নেন ৷ এছাড়া উইল সুদারল্যান্ড, মিচ সোয়েপসন, হ্যারি কনওয়ে ও গ্রিন একটি করে উইকেট নেন ৷
অর্ধশতরান করেন জসপ্রীত বুমরা ৷ 57 বলে 55 রানে অপরাজিত থাকেন তিনি ৷ মহম্মদ সিরাজ়ের সঙ্গে গড়েন 77 রানের পার্টনারশিপ ৷ একসময় মাত্র 51 রানে 8টি উইকেট হারায় ভারত ৷ তবে ভারতের দুই তরুণ ক্রিকেটার পৃথ্বী শ ও শুভমন গিল রান পান ৷ শুভমন করেন 43 রান ৷ পৃথ্বী শ করেন 40 ৷
জবাবে মাত্র 108 রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ৷ মহম্মদ শামি ও নভদীপ সাইনি 3টি করে উইকেট নেন ৷ দুটি উইকেট নেন জসপ্রীত বুমরা ৷ মহম্মদ সিরাজ় নেন একটি উইকেট ৷
17 ডিসেম্বর বর্ডার-গাভাসকর সিরিজ়ের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত ৷ অ্যাডিলেড ওভালে খেলা হবে গোলাপি বলে ৷