মুম্বই, 20 নভেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ওয়ান’ডে ও টি-20-তে রোহিত শর্মা না থাকা অস্ট্রেলিয়ার পক্ষে ইতিবাচক ৷ তবে, সেই জায়গায় লোকেশ রাহুল অনেক ভালো ব্য়াটসম্য়ান বলে মনে করেন অস্ট্রেলিয়ান ব্য়াটিং অলরাউন্ডার গ্লেন ম্য়াক্সওয়েল ৷ হ্য়ামস্ট্রিংয়ের চোটের কারণে দলে না থাকায় রোহিতের বদলে রাহুল বিরাটের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ৷
সিমিত ওভারের ক্রিকেটে রোহিতের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার জন্য় ইতিবাচক : ম্য়াক্সওয়েল - রোহিত শর্মা
অস্ট্রেলিয়ার এক খেলার চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে গ্লেন ম্য়াক্সওয়েল বলেন, রোহিত একজন উন্নতমানের ক্রিকেটার, যে ওপেনার হিসেবে বেশ কয়েকটি ডবল সেঞ্চুরি করেছেন ৷ তাই যে কোনও সময় রোহিত শর্মা বিপক্ষ দলে না থাকলে, তা বিপরীতে থাকা দলের কাছে ইতিবাচক দিক বলে মনে করেন তিনি ৷
অস্ট্রেলিয়ার এক খেলার চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে গ্লেন ম্য়াক্সওয়েল বলেন, রোহিত একজন উন্নতমানের ক্রিকেটার, যে ওপেনার হিসেবে বেশ কয়েকটি ডবল সেঞ্চুরি করেছেন ৷ তাই যে কোনও সময় রোহিত শর্মা বিপক্ষ দলে না থাকলে, তা বিপরীতে থাকা দলের কাছে ইতিবাচক দিক বলে মনে করেন তিনি ৷ তবে, এই সিরিজ়ে রোহিতের পরিবর্ত হিসেবে লোকেশ রাহুল খুব ভালো বিকল্প বলে মনে করেন ম্য়াক্সওয়েল ৷ এ নিয়ে ম্য়াক্সওয়েল সাক্ষাৎকারে বলেন, ভারতের কাছে যথেষ্ট ভালো বিকল্প রয়েছে ৷ রোহিতের বদলে ওপেনার হিসেব খেলার যোগ্য় অনেকেই রয়েছেন ৷ এরপরেই রাহুলের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘IPL-এ আমরা KL রাহুলের এক্সট্রা অর্ডিনারি ব্য়াটিং দেখেছিলাম ৷ তবে, রাহুল ওপেনার হিসেবে ব্য়াটিং করুক কি না করুক ৷ তবে, যেখানেই খেলবে খুব ভালো খেলবে’’ ৷
রোহিতের অনুপস্থিতিতে শিখর ধাওয়ানের সঙ্গে ময়ঙ্ক আগরওয়াল ওপেনিং করতে পারেন ৷ সেক্ষেত্রে KL রাহুল উইকেট কিপার ব্য়াটসম্য়ান হিসেবে মিডল অর্ডারে খেলতে পারেন বলে BCCI সূত্রে খবর ৷ তবে, ময়ঙ্ক ও রাহুলের ওপেনিং ব্য়াটিংয়ের অনেক বড় ভক্ত বলে জানিয়েছে ম্য়াক্সওয়েল ৷ এর প্রধান কারণ IPL-এ এই দুই ভারতীয় ব্য়াটসম্য়ানের ব্য়াটিং দেখেছেন ৷ রাহুল ও ময়ঙ্ক খুবই ভালো মানুষ বলে মনে করেন অজ়ি অলরাউন্ডার ৷ ভারতীয় পেসার মহম্মদ শামিরও প্রশংসা শোনা গিয়েছে ম্য়াক্সওয়েলের মুখে ৷ শামির নুতন ও পুরনো বলে সমান দক্ষতায় বোলিং অস্ট্রেলিয়ার কাছে চ্য়ালেঞ্জ হতে পারে বলে জানান তিনি ৷ তবে, অস্ট্রেলিয়া ওয়ান’ডে দলে কাম ব্য়াক করছেন স্টিভ স্মিথ ৷ যিনি ইংল্য়ান্ড সফরে ওয়ান’ডে দলে খেলননি ৷ স্মিথের কামব্য়াক অজ়িদের কাছে বড় পাওনা বলে জানান গ্লেন ম্য়াক্সওয়েল ৷