ব্রিসবেন, 20 জানুয়ারি : অস্ট্রেলিয়ার দুর্ভেদ্য দূর্গ গব্বায় 32 বছর পর অস্ট্রেলিয়াকে হেরে মাঠ ছাড়তে হয়েছে । ভারত ঐতিহাসিক টেস্ট জিতে ক্রিকেট মহলের শিরোনামে । আর সেই অসাধ্য সাধনে অন্যতম ভূমিকা 23 বছরের ঋষভ পন্থের । অপরাজিত 89 রান করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ঋষভ । আর তিনি এখন ক্রিকেট অনুরাগীদের নয়নের মণি । সর্বত্রই তিনি প্রসংশা কুড়োচ্ছেন । এবার প্রতিপক্ষের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান খেলোয়াড় স্টিভ স্মিথের মুখেও ভারতীয় তরুণ এই উইকেট রক্ষকের প্রশংসা উঠে এল ।
স্টিভ স্মিথের কথায় ঋষভ এক "ব্যতিক্রমী প্রতিভা" । তাঁর কথায়, পঞ্চম দিনের উইকেটে যেভাবে ব্যাট করল ঋষভ তা সত্যিই অসাধারণ । তিনি নিজের পছন্দের জায়গায় খেলাটি নিয়ে গিয়ে খেলাটি একপ্রকার চালনা করেন । অজ়ি তারকা ব্যাটসম্যান আরও বলেন, ঋষভ সীমিত ওভারের ক্রিকেটে কি করতে পারেন তা আমাদের সকলের জানা । আক্রমণাত্মক ক্রিকেট খেলাতে তিনি কতটা পারদর্শী তাও আমরা জানি । এটা অবশ্যই একটা স্পেশাল ইনিংস ।